উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভায় (Assembly) ব্রাত্য বসুর (Bratya Basu) রাম-বাম মন্তব্যের প্রতিবাদে বিজেপি (BJP) বিধায়করা। বিধানসভার অন্দরে টানা জয় শ্রীরাম স্লোগান বিরোধী দলের বিধায়কদের। ব্রাত্য বসুর বক্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারীর।                                           


রাজ্য বিধানসভায়, হুমায়ুন কবীর (Humayun Kabir) বনাম শশী পাঁজা (Sashi Panja), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অশোক দিন্দা বনাম অরূপ বিশ্বাসের পর এবার, ত্য বসু বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার, রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রসঙ্গ নিয়ে উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন।             


রাম নামে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা কক্ষ, উঠল জয় শ্রীরাম স্লোগান।  উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন নিয়ে আলোচনায় শেষ বক্তা ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিজেপি বিধায়কের একটি মন্তব্যের ব্যাখ্যা দিতে দিতে মাঝে হঠাৎ তিনি বলেন, বোঝা যায় কেন রামের সমর্থক বামেরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্রাত্য বসুর মন্তব্যে প্রথম প্রতিবাদ জানান বিরোধী দলনেতা। তিনি বলেন, ভগবান রামকে কেন টেনে আনা হল?          


ব্রাত্য বসু পাল্টা বলেন, আমি হিন্দু হয়ে রামের নাম মুখে আনতে পারব না? এরপরই শুরু হয়ে যায় তুমুল হই হট্টগোল। উঠে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা ।  ৫ মিনিট ধরে স্লোগান দেওয়া হয়।একসময়ে অধ্যক্ষকে বলতে শোনা যায়, রতিবার আপনারা এই অশান্তি করবেন, এটা মেনে নেওয়া যায় না।                                                                                      


পয়েন্ট অফ অর্ডার তুলে শুভেনদু অধিকারী বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন তিনি ভগবান রামচন্দ্রের কথা বলেননি। তিনি কোনও ব্যক্তি রামের কথা বলেছেন। এর আগে, বিধানসভার বাইরে জয় শ্রীরাম স্লোগান নিয়ে নানা সময়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার বিধানসভার অন্দরেও রাম নামে তুঙ্গে তরজা।