প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: বিজেপি (BJP) শাসিত গুজরাতে (Gujrat) শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগে সরব বিজেপি (BJP) শাসিত ত্রিপুরার (Tripura) বিধায়ক! ক্ষোভ উগরে দিলেন ফেসবুকে! ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সাফাই, প্রোটোকল অফিসারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা হয়েছিল। যোগাযোগ করার পর তা মিটে গিয়েছে।
একটা ফেসবুক পোস্ট (Facebook Post)। তাকে কেন্দ্র করে বিজেপি (BJP) শাসিত গুজরাতে আরেক বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার ৭ বিধায়ককে উপযুক্ত মর্যাদা না দেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা।
আমবাসার বিধায়ক লিখেছেন, আমরা ত্রিপুরা বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা গুজরাতে এসেছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, বলতে খারাপ লাগছে, আমদাবাদ পৌঁছনোর পর রাত্রিবাসের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাতে থাকার মতো কোনও ভাল ব্যবস্থা বা খাবার নেই।
ত্রিপুরা বিধানসভা সূত্রে খবর, ৭ বিজেপি বিধায়ক শিক্ষামূলক ভ্রমণের জন্য গুজরাতে গিয়েছেন। সোমবার রাত ১১টা ৫ মিনিটে তাঁরা আমদাবাদ বিমানবন্দরে নামেন। সেখান থেকে যান আমদাবাদ সার্কিট হাউসে।
আমবাসার বিজেপি বিধায়কের অভিযোগ, গুজরাত সরকারের তরফে ত্রিপুরার জনপ্রতিনিধিদের জন্য সার্কিট হাউসে যে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়, তা মোটেও ভাল ছিল না।
আমবাসার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা জানিয়েছেন, পৌঁছনোর পর থেকেই চূড়ান্ত অব্যবস্থা। থাকার ভাল জায়গা নেই। রাতে খাবার বাইরে থেকে আনাতে হয়েছে। ঘটনা সামনে আসতেই আক্রমণ শানাতে শুরু করেন বিরোধীরা। পুরভোটের আগে ত্রিপুরায় প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার কর্মীদের হোটেলবন্দি করে রাখার অভিযোগ উঠেছিল বিপ্লব দেব সরকারের পুলিশের বিরুদ্ধে।
বিতর্কের মুখে অতিথি দেব ভব দর্শনেই তাঁরা বিশ্বাস রাখেন বলে সাফাই দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। গুজরাত সরকারের অতিথি সৎকারের ধরন নিয়ে ত্রিপুরার বিজেপি বিধায়ক সরব হতেই পুরনো প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
সিপিএমের দাবি, প্রধানমন্ত্রীর রাজ্যে মর্যাদাহানির শিকার হয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়করা। বিশালগড়ের সিপিএম বিধায়ক ভানুলাল সাহার কথায়, একই দল পরিচালিত সরকার দুই রাজ্যে। আমাদের ছোট রাজ্য ঠিকই। কিন্তু বিধায়কদের মর্যাদা তো একই হওয়ার কথা। আমাদের রাজ্যের বিধায়কদের সঙ্গে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সাফাই, প্রোটোকল অফিসারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা হয়েছে।
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, একটা অব্যবস্থা হয়েছিল। ওই রাজ্যের যিনি প্রোটোকল অফিসার ছিলেন, তাঁর সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছিল। জানতে পেরে আমরা যোগাযোগ করি। এখন সমস্যা মিটে গিয়েছে।
ত্রিপুরা বিধানসভা সূত্রে খবর, তাঁদের ৭ বিধায়ককে আমেদাবাদ সার্কিট হাউস থেকে সরিয়ে ‘গান্ধীনগর এয়ারপোর্ট সার্কেল কমফোর্ট ইন’ নামে একটি বেসরকারি হোটেলে রাখা হয়েছে।