সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বনগাঁ উত্তরের (Bongaon North) বিজেপি বিধায়ক (BJP MLA) অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে। এই চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। এই আবহেই টাকার বিনিময়ে চাকরি নিয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল (Viral Audio Clip) হয়েছে। যদিও এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি।


নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য় রাজনীতি এখনও তোলপাড়। তার মধ্য়েই এবার টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে! বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে এই চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। 


ঠিক কী অভিযোগ


তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে পেট্রাপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক! তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক।               


তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের অভিযোগ, 'অপদার্থ সমাজবিরোধী বিধায়ক পেয়েছেন আপনারা । পেট্রাপলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে দুই আড়াই লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক । নিজের শালা ও বোনকে চাকরি দিয়েছেন'। পাল্টা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার দাবি, 'আমি টাকার বিনিময়ে চাকরি দিয়েছি প্রমাণ করতে পারলে আমি বিধায়ক পথ ছেড়ে দেব উনি না প্রমাণ করতে পারলে উনি বিধায়ক পদ ছেড়ে দেবেন তো ?'


ভাইরাল অডিও ক্লিপ


বিশ্বজিৎ দাস যখন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলছেন, তখনই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। এর আগে কল্য়াণী এমসে বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়ায় 
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের। এনিয়ে তদন্ত চালাচ্ছে সিআইডি। তার মধ্য়েই এবার টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বনগাঁ উত্তরের বিজেপির বিধায়কের বিরুদ্ধে।


আরও পড়ুন- 'তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব' বেলাগাম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অসীম সরকারের