নদিয়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের হুমকি-হুঁশিয়ারির বহর। এবার বেলাগাম হুঁশিয়ারি শোনা গেল হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের (BJP MLA Asim Sarkar) গলায়। জনসভা থেকে পঞ্চায়েত ভোটের আগে বোমার বদলে বোমা, গুলির বদলে গুলির হুঙ্কার !


অসীম-হুঙ্কার 


'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১ টা বোমা ফাটালে আমরা ১০ টা ফাটাব, ওরা ১ টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব, এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব', হুমকি হরিণঘাটার বিজেপি বিধায়কের। ভরা জনসভা থেকে হুঙ্কারের পর অসীম সরকারের হুঁশিয়ারি, গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা তৈরি আছেন।


কিছুদিন আগে কেন্দ্রে মন্ত্রী নিশীথ প্রামাণিকও ছুড়েছিলেন হুঁশিয়ারি, 'যাঁরা বোমা, বন্দুকের রাজনীতি করছেন, তাঁরা সাবধানে থাকুন। ঘড়ির কাঁটা ঘুরছে, কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হবে না। মানুষ প্রতিহত করে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে', হুঁশিয়ারি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। যদিও শুধু বিজেপি নয়, হুঙ্কারের দিক থেকে পিছিয়ে নেই অন্য রাজনৈতিক দলগুলিও।                       


দিনকয়েক আগেই বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। 'আমরা মিটিং-মিছিল করতে দিচ্ছি, তাই তোমরা মিটিং-মিছিল করতে পারছো, যেদিন মনে করব, তোমাদের মিটিং-মিছিল করতে দেব না। সেদিন তোমরা বাংলায় কিছু করতে পারবে না', বিরোধীদের হুঁশিয়ারি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের। 'বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তৃণমূলই বিরোধী দল', অন্য কোনও বিরোধী দল বাংলায় নেই, হুঁশিয়ারি শাসক দলের বিধায়কের।  কোচবিহারের একাধিক তৃণমূল নেতার মুখেও শোনা গিয়েছিল হুমকি-হুঁশিয়ারি। উদয়ন গুহ একাধিকবার বিতর্ক জড়িয়েছেন বিরোধীদের নিশানা করে। তৃণমূল নেতা-কর্মীদের রাম ধোলাই দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন অপর কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারও। মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি রামধোলাই। মন্তব্য় করেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারের বিজেপি জেলা সভাপতিও। জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।


পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক থেকে তৃণমূলকে একাধিক হুমকি আইএসএফ নেতাদেরও। গাছে বেঁধে পেটানোর হুঁশিয়ারি! আইএসএফকে কার্যত সমর্থন করেছে বিজেপি। পাগলের ডাক্তার দেখান, আইএসএফ নেতাকে পাল্টা আক্রমণ তৃণমূলের।


আরও পড়ুন- বান্দোয়ানে গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা, ছুটে দুষ্কৃতীদের ধরলেন গ্রামবাসীরা