বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কোলাঘাটে পদযাত্রায় (Kolaghat Suvendu Rally) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় উঠল রেশন দুর্নীতির (Ration Scam) প্রসঙ্গও। রেশন দুর্নীতির অভিযোগে পদযাত্রায় স্লোগান দিলেন বিরোধী দলনেতা। মূলত এলাকার রাস্তা ও নদী বাঁধ সারাইয়ের দাবিতে পথে নেমেছেন শুভেন্দু। 


কী জানা গেল?
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে কোলাঘাট ব্রিজের নিচ থেকে পদযাত্রা শুরু করেন বিরোধী দলনেতা। এই পদযাত্রায় প্রায় ২ কিলোমিটার হাঁটার কথা রয়েছে শুভেন্দুর। রাস্তাঘাটের উন্নয়ন, নদীবাঁধ সংস্কারের দাবি, জলনিকাশির দাবি ইত্যাদির জন্য প্রথমে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। তবে যে ভাবে রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতির মতো বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেই নিয়েও সরব হচ্ছেন শুভেন্দু। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিবেকানন্দ মোড়ের দিকে এগিয়ে চলেছে পদযাত্রা। এদিকে রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর হয়েছে  ED। গতকাল অর্থাৎ সোমবারের পর আজও সেই মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। গতকাল তাঁকে দুদফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও।


বিশদ...
২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের শ্রাবণী আবাসনে ওই IAS অফিসারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। ওই দিনই দক্ষিণ দমদম পুরসভা, সেখানকার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, এবং প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়িতেও হানা দেয় ED। কখন রেশন দুর্নীতি, কখনও পুর নিয়োগ দুর্নীতি নিয়ে যে ভাবে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা বড়িয়েছে তার পর বিরোধী শিবিরও সুর চড়াচ্ছে। গত কাল যেমন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন. রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের দিঘায় তিনটি বেনামি হোটেল রয়েছে। দাবির সমর্থনে কয়েকটি ছবিও দেখিয়েছিলেন তিনি। তবে ছেড়ে কথা বলেনি তৃণমূলও। পাল্টা শুভেন্দুর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এসবের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতেই সোজা ইডি-র 'জিম্মায়' জ্যোতিপ্রিয়। রেশন-দুর্নীতিতে কী ভূমিকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর? বুঝে উঠতে তাঁকে এর মধ্যে জেরাও শুরু হয়েছে বলে খবর। সূত্রের দাবি, তল্লাশিতে মেলা নথির ভিত্তিতে প্রশ্নপর্ব চলছে। তাঁর বিপুল সম্পত্তির খতিয়ান সম্পর্কে জানতে চাওয়া হবে। বাকিবুর রহমানের সঙ্গেই বা কী সম্পর্ক, সে কথাও জেরায় জানতে চাইবেন তদন্তকারীরা, এমনই খবর ইডি সূত্রে।


 


আরও পড়ুন:'বিশ্বভারতীতেও নিয়োগে দুর্নীতি, জড়িত উপাচার্যও', CID তদন্ত চাইলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক