কলকাতা: হাওড়ায় (Howrah News) যেতে বাধা দেওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Hari Krishna Dwivedi) চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাওড়ায় বিজেপি-র পার্টি অফিসে যেতে বাধা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যসচিবকে লেখা বিরোধী দলনেতার চিঠিতে উল্লেখ, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের ভূমিকায় তিনি স্তম্ভিত।


হাওড়ায় যাওয়ার পথে বাধা শুভেন্দুকে!


গতকাল রাত থেকে কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয় বলে অভিযোগ। এর পর হাওড়া গ্রামীণ ও হাওড়া কমিশনারেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাঁকে সেখানে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। কাঁথির আইসি সীমালঙ্ঘন করেছেন বলে মুখ্যসচিবকে লেখা চিঠিতে অভিযোগ জানিয়েছেন তিনি।


রবিবার হাওড়ায় যাওয়ার পথে তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দুকে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিরোধী দলনেতা। শুভেন্দু দাবি করেন, কোলাঘাটে তিনি গেস্ট হাউসে একা যেতে চাইলেও তাঁকে আটকানো হচ্ছে। কোলাঘাটে ১৪৪ ধারা জারি না থাকা সত্ত্বেও তাঁকে পুলিশ বাধা দিচ্ছে বলে দাবি শুভেন্দুর।



আরও পড়ুন: Mamata Banerjee : বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক, ১৫ জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়


এর আগে শুভেন্দুকে হাওড়ায় যেতে নিষেধ করে চিঠি পাঠায় কাঁথি থানার পুলিশ। অন্য দিকে, হাওড়ায় একের পর এক বিজেপি অফিসে হামলার অভিযোগ। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। তার প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


পয়গম্বর বিতর্কে উত্তাল রাজ্যের একাংশ


পগম্বর মহম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিগত কয়েক দিন ধরে অশান্তি ছড়িয়েছে একাধিক রাজ্যে (Prophet Remarks Violence)। তার আঁচ পড়েছে বাংলাতেও। হাওড়ায় দফায় দফায় হিংসা ছড়িয়েছে। মুর্শিদাবাদেও উত্তেজনামূলক পরিবেশ। এমন পরিস্থিতিতে নূপুরের বিরুদ্ধে এফআই আর দায়ের হয়েছে কাঁথি থানায়। নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে বিজেপি-র জেলা নেতৃত্বের দাবি, আইন আইনের পথে চলবে।