আশাবুল হোসেন, কলকাতা : আগামী ১৫ জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক। ১৫ জুন তথা বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর তিনটেয় বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বৈঠকে যোগ দেওয়ার জন্য ২২ জন রাজনৈতিক নেতাকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে মোট ২২ জনকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনিয়া গাঁধী, কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়েককে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি চন্দ্রশেখর রাও, স্টালিন, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, ভগবন্ত সিংহ মান, লালুপ্রসাদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরিকে চিঠি দিয়েছেন তিনি। তৃণমূল নেত্রী চিঠি পাঠিয়েছেন শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচ ডি কুমারস্বামীক, দেবেগৌড়া, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবীর সিং বাদলকে।
হাওড়ার এই সার্বিক ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ (Political Tussel)! হাওড়ায় (Howrah) তাণ্ডবের ঘটনায় বিজেপি-কে কাঠগড়ায় তুলে ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, আগেও বলেছি, দু’ দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?
আরও পড়ুন- 'দিলীপ ঘোষের সঙ্গে চলছে প্রচারের রেষারেষি করে গ্রেফতার সুকান্ত', কটাক্ষ কুণাল ঘোষের