রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: একশো দিনের কাজে (100 days work) পুকুর নয়, সমুদ্র চুরি হয়েছে রাজ্যে! কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট তুলে ধরে তীব্র আক্রমণ জলপাইগুড়ির (Jalpaiguri) বিজেপি (BJP) সাংসদের। 'একশো দিনের কাজে ভারত সেরা বাংলা। পারলে সিবিআই তদন্ত করান।' পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)।
১০০ দিনের কাজে ফের রাজনৈতিক তরজা শুরু
জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায়ের বিস্ফোরক দাবি, 'জলপাইগুড়ি জেলায় একশো দিনের কাজে পুকুর নয়, সমুদ্র চুরি হয়েছে। তার জন্যই বন্ধ হয়েছে কেন্দ্রীয় টাকা আসা। যতদিন না একশো দিনের কাজের টাকার সঠিক হিসাব রাজ্য সরকার দিতে পারবে ততদিন রাজ্যে টাকা আসবে না।'
জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, 'গরিবের পাওনা টাকা দিচ্ছে না। অবিলম্বে টাকা না এলে শ্রমিকদের জনরোষে পড়তে পারেন সাংসদ ও বিজেপি নেতারা।'
১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র-রাজ্য সংঘাত
১০০ দিনের কাজের প্রকল্পের জন্য টাকা বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে জলপাইগুড়ি জেলায় বাগযুদ্ধে জড়াল বিজেপি আর তৃণমূল।
চলতি বছর জানুয়ারি ও মার্চ মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি সহ রাজ্যের কয়েকটি জেলায় ১০০ দিনের কাজের হালহকিকত খতিয়ে দেখতে আসে। তাদের জমা দেওয়া রিপোর্ট তুলে ধরে দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া নিশানা করলেন জলপাইগুড়ির বিজেপি ।
বিজেপি সাংসদের অভিযোগ পুকুর না কেটেই ১০০ দিনের কাজের প্রকল্পে পুকুর দেখানো হয়েছে। গাছ না লাগিয়েই বৃক্ষরোপণ খাতে দেখানো হয়েছে ১০০ দিনের কাজ। বহু জায়গায় কোনও কাজ না করিয়েই ভুয়ো মাস্টার রোল বানিয়ে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকী ব্যক্তি মালিকানাধীন চা-বাগানে বেআইনি ভাবে ১০০ দিনের কাজ করানো হয়েছে।
জয়ন্তকুমার রায়ের দাবি, 'রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে, একশো দিনের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এই জেলা সহ গোটা রাজ্যে। রাজ্য সরকার এই প্রকল্পের সঠিক হিসেব দিতে না পারার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ দেওয়া বন্ধ রেখেছে।'
দুলাল দেবনাথের পাল্টা কটাক্ষ, 'আরএসএস না বিজেপি, কাদের প্রতিনিধি করে পাঠানো হয়েছিল জানি না। একশো দিনের কাজে বাংলা ভারত সেরা। কেন্দ্রীয় দল ওঁদের তো সহযোগী এজেন্সি CBI আছে। তাদের দিয়ে তদন্ত করাক।'
আরও পড়ুন: Pashchim Medinipur: সরকারি প্রকল্পে লাগানো গাছ চুরির অভিযোগ! তুঙ্গে রাজনৈতিক তরজা
সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়ে ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।