মালদা: শুধু শাসকদলে (TMC) নেতা-মন্ত্রীরাই নন, এ বার আদালতের নজর পড়ল বিরোধীদের উপরও। রাজ্যে বিরোধী শিবিরের একাধিক দলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের মামলায় ইডি ও আয়কর দফতরকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)। তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
সম্পত্তিবৃদ্ধি মামলায় বিরোধীদের উপরও নজর আদালতের
২০১৭ সালে দায়ের হওয়া সম্পত্তি বৃদ্ধির মামলায় ১৩ জন বাম নেতা, ন’জন কংগ্রেস (congress) নেতা এবং বিজেপির ৪ নেতার নাম রয়েছে (BJP)। নাম রয়েছে সূর্যকান্ত মিশ্র (CPM), অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীদের নাম। এছাড়াও তালিকায় নাম রয়েছে প্রাক্তন বাম বিধায়ক ধীরেন বাগদি, রামচন্দ্র ডোমের মতো প্রাক্তন বাম সাংসদ, খগেন মুর্মুর (Khagen Murmu) মতো প্রাক্তন বাম বিধায়ক তথা অধুনা বিজেপি সাংসদের। নাম রয়েছে তরুণকান্তি ঘোষ, সুধীর কুমার পান্ডে, ফণিভূষণ মাহাতোর মতো বিজেপি নেতাদের নামও।
সেই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার শাসকদলকেই তীব্র আক্রমণ করেন মালদা উত্তরের সাংসদ খগেন। তাঁর বক্তব্য, ‘‘গোটা রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যে কথা বলে, বোকা বানিয়ে ক্ষমতায় এসেছে ওরা। মিথ্যে না বললে মানুষের কাছে গ্রহণযোগ্যতা গড়ে উঠত না। এখন মানুষ বুঝতে পারছেন, ১২ বছরে কী সর্বনাশ করেছে। তদন্তের জন্য প্রস্তুত আমি। আমার কোনও অসুবিধা নেই। আইটি ফাইল রয়েছে। নিয়মিত আয়কর দিই। তার বাইরে কোনও সম্পত্তি নেই।’’
আরও পড়ুন: WB News Live Updates: নিয়োগে-দুর্নীতি মামলায় এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার
২০১৭ সালে নেতা-মন্ত্রী-বিধায়কদের সম্পত্তি নিয়ে দুটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। বিপ্লব কুমার চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম মামলাটি করেন। যাতে ১৯ জন তৃণমূল নেতা-মন্ত্রীর নাম ছিল। ওই বছরই, অরিজিত্ গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি আরও একটি মামলা দায়ের করেন। যেখানে বাম-কংগ্রেস-বিজেপির ৩০ জন নেতার নাম রয়েছে। ওই দু’টি মামলাতেই ইডি ও আয়কর দফতরকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে।
সেই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সূর্যকান্ত জানিয়েছেন, মামলায় নাম থাকলে, তাঁকে নোটিস পাঠানো হবে। তবে তিনি SSKM- যাবেন না, বা পালিয়ে বেড়াবেন না।
আদালতের নির্দেশের পরই তরমে রাজনৈতিক তরজা
এর আগে, সম্পত্তিবৃদ্ধির ওই মামলায় ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, গৌতম দেব, শিউলি সাহা, জাভেদ খান, অমিত মিত্র, অর্জুন সিংহের র মতো তৃণমূলের হেভিওয়েটদের নাম উঠে এসেছে। সেই নিয়ে শোরগোলের মধ্যে বিরোধী শিবিরের নেতাদের সম্পত্তিবৃদ্ধিতেও নজর পড়ল আদালতের।