Khagen Murmu: নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত, বাড়ি ফিরলেন খগেন মুর্মু। আক্রান্ত হওয়ার ২০ দিন পর মালদার বাড়িতে ফিরলেন বিজেপি সাংসদ। গতকাল রাতেই শিলিগুড়ির নেওটিয়া হাসপাতাল থেকে ছাড়া পান খগেন মুর্মু। শিলিগুড়ি থেকে সড়কপথে বাড়ি ফেরেন মালদা উত্তরের বিজেপি সাংসদ। 'এখনও চোখে ঝাপসা দেখছেন, চোয়াল ও দাঁতে ব্যথা', কথা বলা নিষেধ, তরল খাবারের পরামর্শ চিকিৎসকদের, জানিয়েছেন সাংসদের স্ত্রী। কিছুদিন বিশ্রামের পর নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে, খবর পরিবার সূত্রে।          

Continues below advertisement

কথা বলা নিষেধ, আরও দেড় মাস বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের, জানিয়েছেন সাংসদের স্ত্রী। খগেন মুর্মুর মালদার মকদমপুর বাঁধ রোডের বাড়িতে বাড়ানো হল নিরাপত্তা। গত ৬ অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বেধড়ক মারধরে রক্তাক্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ। ঘটনার পর থেকেই শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন খগেন মুর্মু। বৃষ্টি-বিধ্বস্ত উত্তরবঙ্গেরই জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হামলা হয় তাঁদের উপর। গুরুতর ভাবে জখম হন খগেন মুর্মু। মাথা ফেটে যায় তাঁর। বেশ কয়েকটি সেলাই পড়েছিল বিজেপি সাংসদের মাথায়। নাকে গুরুতর আঘাত লাগার পাশাপাশি তাঁর চোখের তলায় হাড় ভেঙে যায় তাঁর।            

হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর। আইসিইউতে ভর্তি থাকাকালীন নাগরাকাটার ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, 'আমরা ওখানে প্রথমে যাই ত্রাণ দিতে, তারপর আমাদের বাধা দেওয়া হয়। আমাদের বলা হয়, আপনারা এখান থেকে যান, না হলে খারাপ হবে। ধাক্কা মারতে মারতে আমাদের এলাকা থেকে সরানো হয়েছে। আমরা দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছি। গাড়ির দরজা খোলার চেষ্টা করে। জানালার কাচ ভেঙে দেয়, পাথর ছুড়ে মারে।' তিন জায়গায় ফ্র্যাকচার হয়েছে বলেও জানান বিজেপি সাংসদ। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মুর চোটকে 'সামান্য' বলেন তিনি। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, 'উনি তো সবটাই ছোট সামান্য বলেন। ওনার চোখে কোনওটাই বড় ঘটনা নয়। এখানে জঙ্গলের রাজত্ব চলছে।'            

Continues below advertisement

এবছর মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালেই ভাইফোঁটা দিয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সেই সময় শিলিগুড়ির নেওটিয়া গেটওয়েল হাসপাতালে ভর্তি ছিলেন খগেন মুর্মু।