অলোক সাঁতরা, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পাল, মেদিনীপুর : ২৪ ঘণ্টা আগে পুলিশের বিরুদ্ধে তেরঙ্গা যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শনিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ তুললেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subash Sarkar)।


৭৫-তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে ৭৫টি সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন-সহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে শনিবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। জেল কর্তৃপক্ষের তরফে তাঁকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। এরপর সংশোধনাগারের ভিতরে ঢুকে যান কেন্দ্রীয় মন্ত্রী। 


কিন্তু বাঁকুড়ার বিজেপি সাংসদের অভিযোগ, আগে থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে তাঁর কর্মসূচির বিষয়ে জানানো হলেও, এদিন তাঁকে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি। এ নিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে জেল সুপার সুদীপ বসুর সঙ্গে কথা বলেন সুভাষ সরকার। কিন্তু তাও অনুমতি না মেলায়, ক্ষোভ উগড়ে দিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।  


কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি সাংসদ বলেছেন, 'দেশজুড়ে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের আধিকারিকদের জানানো হয়েছে। যার প্রতিলিপি আমার কাছে রয়েছে। তা সত্ত্বেও নিছক রাজনৈতিক উদ্দেশ্যে এই পতাকা উত্তোলন করতে দেওয়া হলো না। বিষয়টি নিয়ে জানানো হবে।'


এ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে রাজ্য সরকারের আধিকারিককে দুটি চিঠি দেওয়া হয়। তা সত্ত্বেও মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কোনও নির্দেশ না আসায় জেল সুপার অনুষ্ঠান করতে বা মন্ত্রীকে পতাকা উত্তোলন করতে দিলেন না। জাতীয় পতাকা উত্তোলন করতে না দেওয়া মানে, জাতীয় পতাকা বা দেশের অপমান করা। 


পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম যে প্রসঙ্গে বলেছেন, 'যতক্ষণ আমি না পারমিশন নেব অথবা জেল কর্তৃপক্ষ দ্বারা আমন্ত্রিত হব, আমি জেলে ঢুকতে পারি না। কারণ সংশোধনাগার একটা সংরক্ষিত এলাকা। আমি এক্ষুনি মনে করব ফোর্ট উইলিয়ামে গিয়ে একটা জাতীয় পতাকা তুলব তারা কি আমাকে ফটোলিয়ামে জাতীয় পতাকা তুলতে অ্যালাও করবে? আমি ভারতবর্ষের জন্মেছি, যতটা অধিকার সুভাষ সরকারের কাছে ততটা আমারও আছে সুতরাং পতাকা নিয়ে রাজনীতি করবেন না।'


এদিকে, শুক্রবার শুভেন্দু অধিকারীর পর, শনিবার হলদিয়ায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বেড়িয়ে পুলিশি বাধার অভিযোগ তোলেন স্থানীয় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। অন্যদিকে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর থেকে ‘তিরঙ্গা যাত্রা’ করে বিজেপি। হয় বাইক র‍্যালি।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর।


আরও পড়ুন- 'পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?' মিছিল আটকানোয় পুলিশ-শুভেন্দু বচসা