সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি : এবার বাধার মুখে আরও এক বিধায়ক। সোনামুখীর (Sonamukhi) বিজেপি বিধায়ক (BJP MLA) দিবাকর ঘরামিকে (Dibakar Gharami) নবান্ন অভিযানের পথে দফায় দফায় বাধা দেওয়ার খবর আগেই পাওয়া গেছে। এবার হুগলির পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষকেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এনিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদ জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের জনপ্রতিনিধি। এরপর কর্মী, সমর্থকদের নিয়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে এগিয়ে যান তিনি।
এনিয়ে বিধায়ক বলেন, "গোটা রাস্তা পরিকল্পিতভাবে জ্যাম করে দেওয়া হয়েছে। যাতে কার্যকর্তারা না আসতে পারেন। আমি কার্যকর্তাদের নিয়ে হেঁটে যাব। ডানকুনির মোড়ে পুলিশ আটকেছিল। পুলিশের অধিকার নেই রাস্তায় আটকানোর।"
ডানকুনিতে কলকাতা ও হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় মোতায়েন করা অতিরিক্ত বাহিনী ও কমব্যাট ফোর্স।
দফায় দফায় বাধা দেওয়া হয় সোনামুখীর বিজেপি বিধায়ককেও-
এদিকে নবান্ন অভিযানে যাওয়ার পথে দফায় দফায় বাধা দেওয়া হয় সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকেও। প্রথমে সোনামুখী স্টেশনের বাইরে আটকানো হয়। ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। প্রতিবাদে সোনামুখী থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা। এরপর পাত্রসায়রের রসুলপুর বাজারে ফের আটকানো হয় বিধায়কের গাড়ি। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। পাত্রসায়র থানার গেট আটকে বিক্ষোভ দেখান সোনামুখীর বিজেপি বিধায়ক। এরপর গাড়িতে করে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।
আরও পড়ুন ; 'পরিকল্পিত জ্যাম' ? পুরশুড়ার বিজেপি বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ
জনপ্রতিনিধের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নবান্ন অভিযান ঘিরে তমলুক স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। স্টেশনের বাইরেই বিজেপি কর্মীদের আটক করে টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে বিজেপির অভিযোগ। ঘটনায় ৬ বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
পটাশপুরের চিস্তিপুর বাস স্ট্যান্ডের কাছে নবান্নমুখী বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। নবান্ন অভিযানে যেতে বাধা পুলিশের। প্রতিবাদে খেজুরির তেখালি মোড়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মহিষাদলের কাপাসএড়্যার কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে বিজেপি কর্মী, সমর্থকদের বাস আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের।