কলকাতা : বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে গঙ্গাপাড়ে গনগনে আঁচ। হাওড়া ও কলকাতার একাধিক জায়গায় কার্যত বাধল রণক্ষেত্র। পুড়ল পুলিশের গাড়ি। ইট-পাথরবৃষ্টির পাল্টা কাঁদানে গ্যাস-জল কামানে কার্যত বিপর্যস্ত হল হাওড়া কলকাতা। পুড়ল পুলিশের গাড়ি। জখম হলেন একাধিক গেরুয়া কর্মী, সমর্থক থেকে পুলিশ। সবমিলিয়ে মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম এক পরিস্থিতির সাক্ষী হতে হল বঙ্গবাসীকে। সঙ্গে নিত্যযাত্রীদের পড়তে হল ব্যাপক বিপাকে।হাওড়া-কলকাতার একাধিক জায়গায় বিজেপির (BJP) নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমারের পাশাপাশি বাদ গেল না বাকি জেলাগুলিও। কার্যত গোটা রাজ্যজুড়েই বিভিন্ন জায়গায় চলল বিক্ষোভ, অবরোধ।
উত্তর ২৪ পরগনা : গাইঘাটা- নবান্ন অভিযানে যাওয়ার পথে গাইঘাটায় বিজেপির বাস আটকানোয় যশোর রোড অবরোধ হয়। পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি নেতা, কর্মীদের। ঘটনাস্থলে যান গাইঘাটা থানার পুলিশ আধিকারিকরা ও বনগাঁর এসডিপিও।
নিমতা- নবান্ন অভিযানে যাওয়ার পথে নিমতায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে পুলিশের বাধা। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ বিজেপি কর্মীদের। অবরোধ হঠাতে পুলিশের লাঠিচার্জ।
নবান্ন অভিযানে যাওয়ার পথে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পুলিশি বাধা। দেগঙ্গার বেড়াচাঁপায় বিজেপি কর্মীদের গাড়ি আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। টাকি রোডে আইনভঙ্গকারীদের আটক করার হুঁশিয়ারি পুলিশের। কল্যাণী এক্সপ্রেসওয়ের দোপেড়িয়া মোড়ে বিজেপি কর্মীদের গাড়ি আটকায় রহড়া থানার পুলিশ। বেলঘরিয়া নীলগঞ্জ রোডে বিজেপি কর্মীদের ৩টি বাস আটকানো হয়। নোয়াপাড়ার পিনকল মোড়ে বাস আটকানোয় ট্রেনে চড়ে রওনা দেন বিজেপি কর্মীরা।
বাঁকুড়া- নবান্ন অভিযানে যাওয়ার আগেই বাঁকুড়ায় আটক বিজেপির ২৩১ জন নেতা, কর্মী। পরে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় বলে দাবি পুলিশের।
নদিয়া- হরিণঘাটার জাগুলিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বাগদা ও হরিণঘাটা থেকে আসা বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ। প্রতিবাদে জাতীয় সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তৈরি হয় প্রবল যানজট। ভোগান্তির শিকার যাত্রীরা।
শান্তিপুর-নবান্ন অভিযানকে কেন্দ্র করে শান্তিপুরের বিজেপি কর্মীদের অভিনব উদ্যোগ। পার্থ-অর্পিতা সাজিয়ে কাপড় দিয়ে হাত বেঁধে, চোর ধরেছি স্লোগান তুলে ট্রেনে ওঠেন বিজেপি কর্মী, সমর্থকরা।
পূর্ব মেদিনীপুর- পাঁশকুড়ার মেচোগ্রামে বিজেপি কর্মী সমর্থকদের আটকায় পুলিশ। প্রতিবাদে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
তমলুক- নবান্ন অভিযান ঘিরে তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার। তৃণমূল প্রধানকে মাটিতে ফেলে লাথি, মাথায় লাঠির বাড়ি, মুখে ঘুসি। ছিঁড়ে দেওয়া হল জামা। এদিন নবান্ন অভিযানে যাওয়ার পথে তমলুক টোল প্লাজার কাছে আটকানো হয়। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে। প্রতিবাদে অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সেখান দিয়ে যাওয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানাকে দেখে তেড়ে যান বিজেপি কর্মীরা। তাঁকে মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি তৃণমূল প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়তে বাধা দেওয়ায় হামলা, অভিযোগ তৃণমূল প্রধানের।
আরও পড়ুন- 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার