কলকাতা : 'যুক্তি-তক্কো'-র লাইভ সম্প্রচারে সন্দেশখালির মহিলা থেকে বিজেপি বিধায়ককে বেলাগাম আক্রমণে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ। পাল্টা বিক্ষোভ তৃণমূলের। কুণাল ঘোষের বাড়়ির কাছে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত সুকিয়া স্ট্রিট। 


এবিপি আনন্দর যুক্তি তক্কো অনুষ্ঠানে, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে। তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য়ের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মহিলারা। আর এই যুক্তি তক্কো অনুষ্ঠানেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। কুণাল ঘোষের নির্লজ্জ, বেহায়া বলে আক্রমণের প্রতিবাদে পথে নামল বিজেপি। মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তি তক্কো অনুষ্ঠানের ওপেন ফোরামে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাকে 'নির্লজ্জ, বেহায়া' বলে আক্রমণ করেন কুণাল ঘোষ। স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রতিবাদে কুণাল ঘোষের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। কুণাল ইস্যু এবার মুখ খুললেন অগ্নিমিত্রা পাল। বললেন, 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয়, তাই জানে না তৃণমূল।'


এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবিপি আনন্দ-কে জানান, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, গতকাল আপনাদেরই চ্যানেলের লাইভ শো-তে, সেখানে আমাকে বলে নিলজ্জ বেহায়া। আমি একজন বিধায়ক। সেটাতো ছেড়েই দিলাম। আমি একজন মহিলা। পশ্চিমবঙ্গের একজন মহিলা। মা দুর্গা, মা কালী, মা সরস্বতীকে যেখানে পুজো করা হয়, সেখানে ওপেন প্ল্যাটফর্মে, পাবলিক ফোরামে তিনি আমাকে বলছেন, নিলজ্জ বেহায়া। এবং তাঁর পাশে তৃণমূল নেত্রী কাকুলি ঘোষ দস্তিদার বসে আছেন এবং মুচকি মুচকি হাসছেন। এই অপসংষ্কৃতির স্বীকৃতি তৃণমূলেরই, আমরা বহন করে চলেছি। আমি কিন্তু নিজের বিষয়ে কনসার্ন নই। আমার অপমান, সমস্ত মহিলাদের অপমান। তাঁরা আজকে বিক্ষোভ করছেন।'


আরও পড়ুন, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ED-র বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব


এরপরেই অগ্নিমিত্রা পাল, কুণালের মন্তব্য মনে করিয়ে বলেন,' কিন্তু আমার চিন্তা কি জানেন ? প্রশ্ন করে নিজেই বলেন, আমার চিন্তা হচ্ছে, সন্দেশখালির মা-বোনেদের নিয়ে। গতকাল আপনাদের অনুষ্ঠানে (এবিপি আনন্দ, যুক্তি-তক্কো) চারজন সেই মায়েরা এসেছিলেন। তাঁরা মুখ ঢেকে বসেছিলেন। আর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, নাটক করছেন ? আপনাদের সমস্ত অভিযোগ ভুয়ো। আপনারা রাস্তায় যখন প্রতিবাদে নামেন, তখনতো আপনাদের মুখে কাপড় থাকে না। আর এখন ক্যামেরার সামনে নাটক করতে এসেছেন, মুখে কাপড় দিয়ে ! '


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)