কলকাতা: পঞ্চায়েত (Panchayet Election) এবং লোকসভা ভোটকে (Loksabha Election) লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি (BJP)। অ্যাপের (APP) মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ।
অ্যাপের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ: বিধানসভার ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপির। পরাজয় হয়েছে পুরসভা ভোট। বিধানসভা ও লোকসভা উপনির্বাচনেও। এবার আগামী বছরই পঞ্চায়েত ভোট, তারপরই ২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপির প্রধান লক্ষ্য রাজ্যের প্রত্যেকটি বুথে দলের শক্তি বাড়িয়ে তোলা। সূত্রের খবর, সেজন্য ‘সরল’ নামে একটি অ্যাপের সাহায্য নেবে গেরুয়া ব্রিগেড। উল্লেখ্য, গত ২৫ মে থেকে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান শুরু হয়েছে দেশজুড়ে। এরপরে গত ৮ জুন কলকাতায় দলীয় বৈঠকে বুথস্তরে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপানোর বার্তা দিয়ে যান সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই নির্দেশের ১০ দিন পরে বুথে বুথে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপাল বঙ্গ বিজেপি।
বিজেপির বুথ সশক্তিকরণ বৈঠক: শনিবার হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় বঙ্গ বিজেপির বুথ সশক্তিকরণ বৈঠক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। বিজেপি সূত্রের দাবি, বুথে বুথে দলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় ‘সরল’ নামে একটি অ্যাপের সাহায্য নেওয়া হচ্ছে। শনিবার বিভিন্ন জেলা থেকে আসা বিজেপি কর্মীদের তার প্রশিক্ষণও দেওয়া হয়। বিজেপি সূত্রে খবর, সংগঠনকে চাঙ্গা করে তুলতে বিধানসভা ও লোকসভা ভিত্তিক কর্মীদের দায়িত্ব দেওয়া হবে। সূত্রের খবর, এর জন্য বিধানসভা পিছু ২৫ জন ও লোকসভা পিছু অন্তত ১০০ জন দলীয় কর্মীকে বেছে নেবে দল।
আরও পড়ুন: Abhishek Banerjee: পরামর্শ থেকে অভিযোগ! সব সমস্যার সমাধানে নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’