বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (nandigram) ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ( Vecutia Agricultural Cooperative) বিজেপির (BJP) দখলে। ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী বিজেপি, তৃণমূলের (TMC) ঝুলিতে মাত্র একটি আসন। বিজেপির দাবি, ওই আসনেও মোটে একটি মোটের ব্যবধানে জিতেছেন জোড়াফুল প্রার্থী। 


কী ঘটেছিল?
নির্বাচনের আগে পর্যন্ত এই সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল। ফলপ্রকাশের পর দেখা গেল, ছবিটা বদলে গিয়েছে। সকাল থেকে এই ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে দফায় দফায় গণ্ডগোল শুরু হয়। দুই শিবিরের যে ক্যাম্প ছিল, সেখানেও ঝামেলা হয়। বেলা যত গড়ায়, তত ঝামেলা বাড়ে। বস্তুত এদিন নন্দীগ্রামের এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনার মেজাজ ছিল সকাল থেকেই। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা দেখা যায় দফায় দফায়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তোলে। সেখান থেকেই উত্তেজনা, পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অশান্তির পরিবেশ ফল বেরোনোর পরও থামেনি, বরং নতুন করে মাথাচাড়া দিয়েছে। অভিযোগ, তার পরই তৃণমূলের ভেকুটিয়া ১ নম্বর অঞ্চল সভাপতিকে মারধর করেন বিজেপির মহিলা সমর্থকরা। তৃণমূলের অঞ্চল সভাপতির অভিযোগ, জনতার রায় মেনে নিতে হবে। কিন্তু তাঁকে যে আক্রমণ করা হয়েছে, সেটাও বলেন জোড়াফুল শিবিরের নেতা। যদিও পরে ৩৭ নম্বর বুথে বিজেপির জয়ী প্রার্থী ভরত কুমার মণ্ডল বলেন, 'এই ভোটে সাধারণ মানুষ তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের বিপুল ভোটে জিতিয়েছে। আমি ২৪১ ভোটের মধ্যে ১৪৯ ভোট পেয়েছি। এই জয় সাধারণ মানুষের জয়। আগামীদিনে পঞ্চায়েত নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে।' তাৎপর্যপূর্ণ বিষয় হল, এখানকারই বিধায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে হারিয়ে জিতেছিলেন শুভেন্দু। পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসেন মমতা।

উত্তেজনা অন্যত্রও...
ভেকুটিয়ার পাশাপাশি এদিন মালদার চাঁচলের হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরেও উত্তেজনা ছড়ায়। বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ ওঠে। সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি। চাঁচলের নয়াতুলি মহানন্দাপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ওই ঘটনা ঘটেছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  


আরও পড়ুন:"১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে ফেরত পাঠিয়ে দেব", মদনের নিশানায় শুভেন্দু