সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আগামী পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কি বিজেপির পাশে থাকবে মতুয়ারা? প্রশ্নের উত্তরে দলের অস্বস্তি বাড়ালন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। মতুয়া সমর্থন নিয়ে দায় ঠেললেন রাজ্য নেতৃত্বের ঘাড়ে। অন্যদিকে, মতুয়ারা আগামী ভোটে তাদের সমর্থন করবে বলে দাবি করেছে তৃণমূল (TMC)।
অস্বস্তি বাড়ালেন শান্তনু ঠাকুর
পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা বিজেপির পাশে থাকবে জানতে চাইলে তিনি বলেছেন, 'এর উত্তর বিজেপি রাজ্য নেতৃত্বই ভাল দিতে পারবে'। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছেন, 'মতুয়ারা ঠিক করবে তাঁরা কাকে সমর্থন করবে।'
আগেও ক্ষোভ প্রকাশ
চলতি বছরের শুরুতে নতুন জেলা কমিটি নিয়ে বিজেপির অন্দরে বিদ্রোহের পারদ তুঙ্গে ওঠে। নতুন কমিটিতে মতুয়া সম্প্রদায়ের (Matua Community) জনপ্রতিনিধিদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর।
সম্প্রতি বিজেপির কর্মসূচিতে তেমনভাবে দেখা যায়নি শান্তনু ঠাকুরকে। তবে রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছেন তিনি। এই অবস্থায় প্রশাসন সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। এদিকে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) বলেছেন, 'মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই থাকবেন, কারণ এনআরসি (NRC), সিএএ (CAA) নিয়ে যে কথা বলেছিল তা তারা রাখতে পারেনি।'
মতুয়া ভোট-ব্যাঙ্ক
বাংলায় প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। যার মধ্যে ৩১ টি সংরক্ষিত আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক। কিন্তু সেই ভোট ব্যাঙ্ক থাকবে কোন দিকে?
গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নাগরিকত্ব দেওয়ার কথা বলে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটে বনগাঁর ৭টি আসনের মধ্যে স্বরূপনগর ছাড়া সবকটি আসনেই গেরুয়া ঝড় ওঠে। কিন্তু এবার পঞ্চায়েত ভোটে কী হবে, সেটাই দেখার।