কলকাতা : হ্যাকারদের খপ্পরে এবার সূর্যকান্ত মিশ্র। রাজ্য সিপিএমের (CPM) প্রাক্তন রাজ্য সম্পাদকের ফেসবুক পেজ হ্যাক (Surjya Kanta Mishra Facebook Page Hacked) হয়েছে।  আদ্যপান্ত রাজনৈতিক ব্যক্তিত্বের ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ফটো বদলে করে দেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার 'সূর্য'-র ছবি দিয়ে। রবিবার গভীর রাত থেকে হ্যাকারদের কবলে সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ। ঘণ্টা দশেক কেটে গেলেও যা এখনও হ্যাকারদের দখলমুক্ত হয়নি।


হঠাৎই দেখা যায় সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বদলে গিয়েছে। দক্ষিণী সুপারস্টার সূর্যের একটি ছবি দেওয়া হয় সেখানে। যাতেই বোঝা যায় সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। প্রথমে প্রোফাইল পিকচার (Profile Picture) বদলানোর পর রাজনৈতিক ব্যক্তিত্ব সূর্য-র কভার ফটোতেও (Cover Photo) দেওয়া হয় দক্ষিণী সুপারস্টার সূর্য-র (Surya) আরও একটি ছবি।





বিষয়টি নিয়ে অভিযোগ বা সমস্যার সুরাহার কোনও ইঙ্গিত এখনও না মিললেও সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাক হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় যথেষ্ট আলোচনার ঝড়। গোটা বিষয়টি ঘিরে চিন্তার মেঘ নেটিজেনদের মধ্যে। কেউ কেউ হ্যাকারদের বদলে দেওয়া প্রোফাইল বা কভার ফটোতে গিয়ে কমেন্টে গোটা বিষয়টা বলেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন বেশিরভাগ। তবে এভাবে ফেসবুজ পেজ হ্যাক হয়ে যাওয়া নিয়ে ব্যঙ্গের মুখেও পড়তে হচ্ছে যাঁরা পেজ সামলান তাঁদেরকে।






ফেসবুক তথা বিভিন্ন সোশাল সাইটে হ্যাকিং থেকে জালিয়াতি, একাধিক অভিযোগ ওঠে বারবার। অচেনা কারোর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর পর ভিডিও কলের মাধ্যমে কাউকে খপ্পরে ফেলার চেষ্টা থেকে ব্ল্যাকমেলের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে মাঝের কয়েকমাসে। কখনও অ্যাকান্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ, আবার কখনও অচেনা আইডি থেকে ভিডিও কল করে তা ভুলবশত তা ধরে ফেললেই তাতে অশালীন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, এই ধরনের অভিযোগও একাধিক। সাধারণ মানুষ থেকে জন প্রতিনিধিরা, বারবার শিকার হয়েছেন, এই ধরনের হ্যাকিং বা প্রতারণার সঙ্গে। যার নতুন শিকার সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।


আরও পড়ুন- ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ, সাইবার প্রতারণার শিকার অধ্যাপক