সমীরণ পাল, বাগদা: তৃণমূল (TMC) প্রধানের বিরুদ্ধে নদী ভরাট করে অবৈধ নির্মাণ এবং কৃষি মাণ্ডির সামনে সরকারি জমিতে অবৈধ নির্মাণের (illegal infrastructure on Government land) অভিযোগ এনে পথ অবরোধ করল বিজেপি (BJP)। এদিকে বিজেপির অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূল প্রধানের। 


বেত্রাবতী নদী ভরাট করে এবং কৃষি মাণ্ডির সামনে সরকারি জমির ওপর অবৈধ নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বনগাঁ-বাগদা সড়কের বাগদা কৃষি মাণ্ডির সামনে পথ অবরোধ শুরু করল বিজেপি। 


আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...


বিজেপির অভিযোগ, বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার তাঁর প্রভাব খাটিয়ে বেতনা অর্থাৎ বেত্রাবতী নদীর ওপর এবং বাগদা কৃষি মাণ্ডির সামনে সরকারি জমির উপর পাকা নির্মাণের কাজ চালাচ্ছে। বিজেপির দাবি, এই নির্মাণ দুটি সম্পূর্ণ বেআইনি এবং সরকারের কোনওরকম কোনও অনুমতি ছাড়াই তৈরি হচ্ছে। 


এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বাগদা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা সৌরভ গয়ালি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বাগদা থানা এবং বাগদা বিডিওতে। তারা চাইছে প্রশাসন এই অনৈতিক কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। যতক্ষণ না পর্যন্ত  প্রশাসন ব্যবস্থা নেবে ততক্ষণ তাদের এই অবরোধ চলবে ।


এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার জানিয়েছেন বিজেপির অভিযোগ পুরোপুরি মিথ্যা। নদী ভরাট বা কিষাণ মাণ্ডির সামনে সরকারি জমি দখল করে কোনওরকম অবৈধ নির্মাণের সঙ্গে তিনি যুক্ত নন। 


যদিও বিজেপির দাবি, বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান সঞ্জিত সর্দার নিজের ক্ষমতার অপব্যবহার করে বেত্রাবতী নদী ভরাট করে অবৈধ নির্মাণ করার পাশাপাশি বাগদায় থাকা কিষাণ মাণ্ডির সামনে সরকারি জমিতে অবৈধ নির্মাণ করছেন। এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। যতদিন পর্যন্ত না ওই অবৈধ নির্মাণের কাজ বন্ধ হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে। কোনও ভাবেই এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।