সনৎ ঝা, শিলিগুড়ি : উদাসীন শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality)। বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ । মৃতের সংখ্যা বাড়ছে। মেয়র ব্যস্ত কার্নিভালের প্রস্তুতি নিয়ে। পুরসভার বিরূদ্ধে এই অভিযোগ নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখাল বিজেপি। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার সামনেই বিক্ষোভ দেখানো হয় গেরুয়া শিবিরের তরফে। পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতা - কর্মীরা। সেই সময় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পরে শঙ্কর ঘোষ ও বিজেপির কয়েকজন প্রতিনিধি পুরসভায় গিয়ে ডেপুটেশন দেন।
কী বলছেন বিধায়ক ?
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ডেঙ্গি দমনে সারা বছর ধরে উদ্যোগ নিতে হয়। সবাইকে নিযুক্ত করতে হয়। ডেঙ্গি নিয়ন্ত্রণে পরিকল্পনা নেই।
যদিও তৃণমূল নেতা ও শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার অভিযোগ উড়িয়ে বলেন, আমরা সারা বছর কাজ করি। অন্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। জল জমেছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে যা যা করার তা করছি। বিজেপির সঙ্গে তো লোকই নেই।
জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখনও পর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০-র বেশি ।
দিনকয়েক আগে সাড়ে ৩ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয় শিলিগুড়িতে। ওই শিশু ডাবগ্রাম (Dabgram) ২ গ্রাম পঞ্চায়েতের প্রকাশ নগর এলাকার বাসিন্দা। তার আগে টুইঙ্কল বর্মা দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। তার বাড়ি শিলিগুড়ির গঙ্গানগরে।
দিনকয়েক আগেই শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা সঞ্জিত রায়ের মৃত্যু হয় ডেঙ্গিতে। পূর্ত দফতরের কাজ করতেন তিনি। পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁর মৃত্যু হয়।
উত্তরবঙ্গেও এই ডেঙ্গি সংক্রমণের আবহে রাজ্যের সহযোগিতা চেয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভায় এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, মেডিক্যাল টিম ও ওষুধ পাঠানোর দাবি জানানো হয়েছে। 'রাজ্য সাহায্য করতে প্রস্তুত। জনপ্রতিনিধিরা এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করুন। কেন্দ্রীয় সরকার ডেঙ্গি-থ্রির প্রোটোকল দেয়নি' বলে বিধানসভায় জানান মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন ; ডেঙ্গিতে প্রাণহানি অব্যাহত উত্তরবঙ্গে, এবার মৃত্যু শিশুকন্যার