কলকাতা : একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে তৃণমূল দু'দিনব্যাপী কর্মসূচি, তখন রাজ্যে এসে চা শ্রমিকদের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের সরকারকে নিশানা স্মৃতি ইরানির। কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীর অভিযোগ 'বছরের পর বছর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চা শ্রমিকদের ঠকিয়েছে তৃণমূল সরকার। বিধায়কদের বেতন বেড়েছে, কিন্তু চা শ্রমিকদের বেতন দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শ্রমিকদের বেতন থেকে ঘর তৈরির প্রতিশ্রুতি, জমির পাট্টা প্রদান কিছুই করেনি' ।
শিলিগুড়িতে স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে এসে রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর। স্মৃতি ইরানির (Smriti Irani) কটাক্ষ 'বাগান শ্রমিকদের পিএফের টাকা থেকে বঞ্চিত করায় মালিকদের বিরুদ্ধে ৮০টি এফআইআর হয়েছে। তারপরেও শ্রমিকদের পিএফের টাকা দিতে কোনও পদক্ষেপ করা হয়নি। সমাজে এমন কোনও অংশ নেই যাদের ঠকায়নি তৃণমূলের সরকার। আজ এই সরকারের বিরুদ্ধে চা শ্রমিকরা ঐক্যবদ্ধ'।
চা শ্রমিকদের সমস্যা উত্তরবঙ্গে সবসময়ই বড় ইস্যু। তাই ভোট এলেই প্রতিটি দলই এই বিষয়টিকে তুলে ধরে কে কত, শ্রমিক দরদি তা প্রমাণের চেষ্টা করে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। ২১-এর বিধানসভা নির্বাচনে, তৃণমূল জমি কিছুটা পুনরুদ্ধারে সক্ষম হলেও, এগিয়ে ছিল সেই বিজেপিই। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই আগেভাগেই উত্তরবঙ্গে ভোটের জন্য জমি তৈরি করতে লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল-বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন