সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :   মহুয়া মৈত্রর  ( Mahua Moitra) কালী-মন্তব্য (Kali Remark )  নিয়ে বিতর্ক থামছেই না।  তাঁর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরও এফআইআর ( FIR ) না হওয়ার প্রতিবাদে নামল বিজেপি (BJP) । বউবাজার থানার সামনে বিক্ষোভে সামিল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।


বিজেপির প্রতিবাদ মিছিলের নেতৃত্বে রয়েছেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী ও বিজেপি নেতা কল্যাণ চৌবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মা কালীকে নিয়ে মন্তব্যের জেরে, ৬ জুলাই বউবাজার থানায় অভিযোগ দায়ের করে বিজেপির মহিলা মোর্চা। 

ঘটনার প্রেক্ষাপট 
কালী নামে একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তা নিয়ে মন্তব্য করে, সেই বিতর্কে জড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র বলেন, ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা মত। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন, ঈশ্বরকে সকালের পুজোয়, হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন, প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংস, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে মানুষ পুজো করেন। হিন্দু ধর্মে, নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা, আমার রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।


মহুয়া মৈত্রর এই মন্তব্যেই ক্ষিপ্ত বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে বলেন, মা কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল এবং মাংস ভক্ষণকারী দেবী রূপে উপাসনা করা হয় না। মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পুজিত হয়ে আসছেন। মহুয়া মৈত্রের মা কালী সম্পর্কে বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এরপর থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে সাংসদের এই মন্তব্যকে ঘিরে।
আরও পড়ুন 


Mahua Moitra: কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের