রানা দাস, নাদনঘাট: পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথের (Swapan Debnath) বিরুদ্ধে স্কুলের জমি বিক্রি করে দেওয়া অভিযোগ জানিয়ে এই বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (BJP state President Sukanta Majumdar)। 


তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ স্কুলের জমি বিক্রি করে দিচ্ছেন। এই বিষয়ে পূর্ব বর্ধমানের বিজেপি জেলা সভাপতিকে সমস্ত কাগজ জোগাড় করতে বলেছেন তিনি। সেগুলি জোগাড় হওয়ার পর এই বিষয়ে সিবিআই তদন্ত চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর এই বক্তব্যের জন্যই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের ব্লক সভাপতি। অন্যদিকে রাজ্য সরকারের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, তিনিও এই বিষয়ে মানহানির মামলা করবেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি দলিলের ছবি ভাইরাল হয়। তাতে দেখা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার বিদ্যানগর জিডি বিদ্যামন্দিরের ৩০৭/৯৬৪ নম্বর দাগের ৪.৬ শতক দান করা হয়েছে খাল বিল ওয়েলফেয়ার সোসাইটিকে। দলিলে স্কুলের সম্পাদক হিসেবে সই রয়েছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের। এরপরই প্রশ্ন ওঠে স্কুল কর্তৃপক্ষ কীভাবে একটি সংস্থাকে জমি দান করতে পারে। এর জবাবে খাল-বিল সোসাইটির পক্ষ থেকে জানানো হয় ওই জমিটি তারা খড়ের বিড়ে শিল্প তৈরি করার জন্য রাজ্য সরকারকে দান করেছে।


বিজেপির অভিযোগ, স্কুলের জমি এইভাবে দান করা যায় না। আর যদি সরকারকে দান করতে হয় তাহলে স্কুল সরাসরি সরকারকে জমি দিতে পারত। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কেন দিচ্ছে?


সোমবার কালনাতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যের মন্ত্রী সরকারি জমি বিক্রি করে দিচ্ছেন।" অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথের বক্তব্য, "বিদ্যালয়ের কোনও জায়গা বিক্রি করা হয়নি। ম্যানেজিং কমিটি উন্নয়নের স্বার্থে ওই সিদ্ধান্ত নিয়েছে। সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের কথা কীভাবে বলেন। প্রয়োজনে ওনার বিরুদ্ধে মানহানির মামলা হবে।" যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। শুধু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও জমি বিক্রি করা হয়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস জঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rachna Banerjee: আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'