কলকাতা: সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। তার মধ্যেই শুক্রবার, শেখ শাহজাহানের এক সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরক। যা নিয়ে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।                                                 


এদিন তিনি বলেন, 'সন্দেশখালিতে বিদেশ থেকে অস্ত্র আমদানি করা হয়েছে। আর তৃণমূল আড়াল করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ছে। তৃণমূলের কি দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনও চিন্তা নেই। ন্যাজাট থানার ওসির উপস্থিতিতে অস্ত্র উদ্ধার হয়েছে। আর মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। যারা দেশদ্রোহিতা করবে, তাদের ঘাড় ধরে জেলে ভরা উচিত', সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারকাণ্ডে আক্রমণে সুকান্ত মজুমদার। 


মমতার প্রতিক্রিয়া


অস্ত্র খুঁজতে সন্দেশখালিতে এনএসজি, এদিন এমনটাই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজিকে পাঠিয়ে দিচ্ছে। রাজ্য পুলিশকে না জানিয়েই অভিযান করছে। কোথা থেকে কী পাওয়া গেছে কেউ জানে না। নিজেরা যে অস্ত্র রাখেনি, তার কী নিশ্চয়তা আছে? অন্যদিকে বিজেপি নেতার বাড়িতে মজুত বোমা ফাটছে। ওঁরা ভাবছে, বোমা মেরে, চাকরি খেয়ে ভোটে জিতে যাবে', কুলটির সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 


শুক্রবার NSG-কে নিয়ে সন্দেশখালিতে CBI-এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল।  


এদিকে, সন্দেশখালিতে থেকে উদ্ধার হয়েছে একটা কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার। একটি বিদেশি ও একটি দেশি পিস্তল উদ্ধার। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি মার্কিন রিভলভার উদ্ধার হয়েছে ১২০টি নাইন এমএম বুলেট, ৫০টি পয়েন্ট ফোর-ফাইভ ক্যালিবার কার্তুজ। উদ্ধার হয়েছে ৮টি পয়েন্ট থ্রি-টু কার্তুজ, এমনটাই সিবিআই সূত্রে খবর। 


সন্দেশখালিতে অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে? নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধারের পর অনুমান সিবিআইয়ের।                                                 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে