কলকাতা: 'বর্ডারে (Border) যেহেতু সুবিধা হচ্ছে না, তাই নতুন পদ্ধতিতে গুরু পাচার হচ্ছে'। গরুপাচার (Cow Smuggling) প্রসঙ্গে রাজ্য সরকারকে (West Bengal) নিশানা করে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন রাজ্য পুলিশ প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশের অনেক বড় পেট, অসম্ভব খিদে। তাই নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে। ওরাই এই কাজগুলো করে। এই টাকা ৭৫-২৫ ভাগে ভাইপো এবং পুলিশের কাছে যাচ্ছে'। 


শুভেন্দুর ট্যুইট: এদিন পুরুলিয়ায় (Purulia) দুধের কন্টেনার থেকে গরু উদ্ধারের ঘটনায় রাজ্য সরকারকে (West Bengal Goverment) নিশানা করে একটি ট্যুইটও করেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গে (West Bengal) কোটি কোটি টাকার গরুপাচারের সিন্ডিকেট এখনও সক্রিয়। অমিত শা-র নজরদারিতে বিএসএফ নিরাপত্তা আঁটোসাঁটো করেছে। তাই গরুপাচারের চেষ্টা এবং কৌশল ব্যর্থ হয়েছে। আগের মতো গরুপাচার করা এখন কার্যত দুঃসাধ্য। ট্যুইটে শুভেন্দু অধিকারী আরও লেখেন, রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রী গরুপাচারের অভিনব কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন। পুরুলিয়ার দুধের কন্টেনারে গরুর হদিশ সেটাই প্রমাণ করে। রাস্তায় চাকা পিছলে গাড়ি উল্টে পড়ায় যা প্রকাশ্যে আসে। পুরুলিয়ায় দুধের কন্টেনারে গরু উদ্ধার নিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর।