শিবাশিস মৌলিক, কলকাতা : নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ৭ দফা দাবি নিয়ে রাস্তায় নামল বঙ্গ বিজেপি। বিজেপির শিক্ষক সেল মঙ্গলবার দুপুরে বিকাশ ভবন অভিযান করে। মিছিলতে এগোতে দেওয়া যাবে না, সেই প্রস্তুতি আগেই নিয়েছিল পুলিশ। পরিকল্পনা মতো মিছিলের শুরুতে করুণাময়ী মোড়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। আর সেই ঘটনাকে ঘিরে বেঁধে যায় ধুন্ধুমার। গার্ড রেল ভেঙে এগোনোর চেষ্টা করতে শুরু করে আন্দোলনকারীরা। পুলিশ প্রাণপণে বাধা দেয় তাদের। তাতেই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় আন্দোলনকারীদের।
করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবনের দিকে মিছিল
নিয়োগ দুর্নীতির প্রতিবাদ-সহ ৭ দফা দাবিতে মঙ্গলবার রাজ্য বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান শুরু করে দুপুরে। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবনের দিকে মিছিল এগোতে শুরু করে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ছাড়াও, স্বচ্ছ নিয়োগ ও বকেয়া DA-র দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপির শিক্ষক সংগঠনের সদস্যরা।
শিক্ষাকর্মীদের হেলথ স্কিম চালু করার দাবি
তাঁদের দাবি, অন্যায্য ভাবে যোগ্যরা বঞ্চিত হচ্ছে। দুর্নীতির পথ ধরে যাদের নিয়োগ হয়েছে, সেইরকম ৩২ হাজার জনের চাকরি অবৈধ হয়ে গিয়েছে। তার বদলে যোগ্যদের নিয়োগ করতে হবে। আর এই ৩২ হাজারের মধ্যে যদি কেউ কেউ যোগ্য থাকে, তাদের নিয়োগ করতে হবে। শিক্ষক শিক্ষাকর্মীদের হেলথ স্কিম চালু করতে হবে, শিক্ষকদের বকেয়া ডিএ দিতে হবে, ইত্যাদি দাবি নিয়ে পথে নামে বিজেপি। অশান্তি এড়াতে করুণাময়ী মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বিধাননগর কমিশনারেট।
SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন
অন্যদিকে, মঙ্গলবার, ৮০০ দিনে পড়েছে, গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানরত SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন। চাকরির আশায়, মঙ্গলবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন আন্দোলনকারীরা। রীতিমতো পুজোর ডালা সাজিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন তাঁরা। বেলা ১২টা থেকে মেয়ো রোডে ধর্নামঞ্চে মুখে কালি মেখে শুরু হয় প্রতিবাদ।রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করেছে, এই অভিযোগ তুলে নিজেদের মুখে কালি মাখেন হবু শিক্ষকরা।
এক চাকরিপ্রার্থী জানান, ' আমরা দেখেছি যে মাননীয়া মুখ্য়মন্ত্রী যখনই কোনও বিপদে পড়েছেন, কালীঘাটের মন্দিরে পুজো দিতে এসেছেন। ...আমরা চাই আমাদের এই সমস্য়ার দ্রুত অবসান ঘটুক। আন্দোলনকারীদের হাতে খাবার থালা... তাতে লেখা, অন্ন চাই। এরইসঙ্গে চাকরির দাবিতে ওঠে স্লোগান। ৮০০ টা দিন এই প্রচণ্ড গরম, বৃষ্টি, ঝড়-জল-কালবৈশাখী এখানে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটাই দাবি, নিয়োগ চাই। মুখে কালো রঙ মেখে আন্দোলন। থালায় লেখা অন্ন চাই। নিজেদের রক্তে চিঠি লিখে পাঠাচ্ছেন মুখ্য়মন্ত্রীর কাছে।