নয়াদিল্লি: টিভি অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের (Aditya Singh Rajput Death) আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। ২২ মে, অর্থাৎ গতকাল, তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নিথর দেহ (body recovered)। ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি মডেলিং (modelling) ও কাস্টিং কোঅর্ডিনেটরের কাজ করতেন তিনি। স্প্লিটসভিলা সিজন ৯-এর প্রতিযোগীও ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুর পর এবার মুখ খুললেন ঘনিষ্ঠ বন্ধু স্যুইটি ওয়ালিয়া (Sweety Walia)। কী বললেন তিনি?
বন্ধু আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর পর মুখ খুললেন স্যুইটি ওয়ালিয়া
গতকাল অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার কারণ নিয়ে তৈরি হয় জল্পনা। একাধিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। অন্যদিকে, আদিত্য সিংহ রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু স্যুইটি ওয়ালিয়া জানালেন যে প্রয়াত অভিনেতা তাঁকে 'কিছুদিন আগে'ই মেসেজ করেন। স্যুইটি আহত হয়েছিলেন, তাই তাঁর মন ভাল করার চেষ্টায় ছিলেন অভিনেতা।
এক সংবাদ সংস্থাকে স্যুইটি বলেন, 'আদিত্যর সঙ্গে আমার বন্ধুত্ব অনেক গভীর। এত উৎফুল্ল ছেলে ছিল, নিজের থেকে বয়সে বড় সকলকে খুবই সম্মান করত। ওঁর মৃত্যুর খবরে আমি একেবারে ভেঙে পড়েছি। কিছুদিন আগেই ওঁর মেসেজ পাই। আমার একটা আঘাত লাগে এবং ও আমাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল। কেউ বলেনি তুমি আহত, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। ওঁর শেষ মেসেজ ছিল, "বাড়ি এসো তাড়াতাড়ি... আমি ম্যাগি খাওয়াব"।' প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শোকপ্রকাশ করেন স্যুইটি।
প্রসঙ্গত, গতকাল আদিত্য সিংহ রাজপুতের ফ্ল্যাটের শৌচাগারে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁরই এক বন্ধু। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Health News : হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন ; সামনে এল রিসার্চ
দিল্লি থেকে এসে মুম্বইয়ে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন আদিত্য। 'ক্রান্তিবীর' ও 'ম্যায়নে গাঁধী কো নেহি মারা'র মতো ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়া অজস্র বিজ্ঞাপনী ছবিতেও দেখা গেছে তাঁকে। স্প্লিটসভিলা সিজন ৯-এর অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। এছাড়া 'লভ', 'আশিকি', 'কোড রেড', 'আওয়াজ সিজন ৯', 'ব্যাড বয় সিজন ৪' ইত্যাদি শোয়ে তাঁকে দেখা গেছে।