আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিৎ হালদার, কলকাতা: ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে’ ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ ( Geeta Path ) অনুষ্ঠানের আবহে বাংলার রাজনীতিকদের মুখে এখন স্বামী বিবেকানন্দের ( Swami Vivekananda Vani ) এই উক্তি। ব্যবহৃত হচ্ছে নিজস্ব ব্যাখ্যা দিয়ে। একসুর বিজেপির, অন্যসুরে কথা বলছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। এই নিয়েই তুমুল রাজনৈতিক তরজা।
গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দর এই উক্তিকে কেন্দ্র করে তরজায় জড়াল বিজেপি ( BJP ) ও তৃণমূল ( TMC ) । বাংলার মনীষীদের অপমান করা করা হয়েছে। এই অভিযোগে বিজেপির রাজ্য় সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলল শাসকদল! বেকারত্ব, কর্মসংস্থানের সমস্যার সমাধান করবে সরকার? সংবিধান পাঠের আয়োজন করে প্রশ্ন তুলল কংগ্রেস। সুর চড়াল বামেরাও।
ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক এই তরজার আবহেই, বিভিন্ন দলের নেতাদের মুখে মুখে ফিরেছে স্বামী বিবেকানন্দর উক্তি। তিনি বলতেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভাল রাখতে হয়, তাহলে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভাল। তো ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করত, তাহলে যুবকদের শরীর তাজা থাকত, মন ভাল থাকত। এটা যেটা করছে, হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য, রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে।'
আর পাল্টা বিজেপির যুক্তি 'বাংলা বহুযুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক, এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেইলড হয়েছিল বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না, অল্পবিদ্যা ভয়ঙ্করী! ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভাল যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কী।'
সুকান্ত মজুমদারের এই মন্তব্য, রাজ্য-রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে! বাংলার মনীষীদের অপমানের অভিযোগে, বিজেপির রাজ্য সভাপতিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল। গীতাপাঠ আর ফুটবল খেলার তর্কের আবহে কংগ্রেস আবার বিজেপিকে আক্রমণ করেছে কর্মসংস্থান তৈরি নিয়ে। তাদের প্রশ্ন, আর কত ধর্মীয় জিগির তুলে বিজেপি ক্ষমতায় থাকার চেষ্টা করবে? রবিবারই ইন্দিরা ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সংবিধান পাঠের আয়োজন করে কংগ্রেস। একই সুর বামেদেরও।
আরও পড়ুন : পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র, এখানে পাপস্খালন করেছিলেন স্বয়ং রামচন্দ্র, পড়ুন মরুতীর্থ হিংলাজ কথা