কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও উঠে এসেছে দলিল প্রসঙ্গ। অর্পিতা মুখোপাধ্য়ায় গ্রেফতার হলে, দিলীপ ঘোষ কেন গ্রেফতার হবেন না প্রশ্ন তুলেছেন তিনি। তা নিয়ে এ বার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের দাবি, কিচ্ছু লুকনোর নেই তাঁর। বিদ্যুতের মিটার বক্সের নাম পাল্টাতে দলিল দিয়েছিলেন। দরকারে রাজ্য সরকার সিআইডি দিয়ে তদন্ত করাক।


বিদ্যুতের মিটার বক্সের নাম পাল্টাতে প্রসন্নকে দলিল দিয়েছিলেন, দাবি দিলীপ ঘোষের


স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। তা নিয়ে একদিন আগেই পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে, দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। বুধবার সেই একই সুর শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতার মুখেও। 


 সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে, এবিপি আনন্দের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "ফ্ল্যাট কিনেছি পয়সা দিয়ে। তার জন্য ঋণ নিয়েছি। বিদ্যুতের মিটার বক্সের নাম পরিবর্তন করতে হবে। ও যেহেতু সোসাইটির ইনচার্জ, তাই ওকে দলিলের কপি দিয়েছি। এর মধ্যে কোনও লুকনোর ব্যাপার নেই। সিআইডি তো বসে রয়েছে! দম থাকলে তদন্ত করাক! আমি ওদের মতো নই, যে পার্থ চুরি করে ধরা পড়ল, বলে দিলাম, ও আমাদের নয়।"


আরও পড়ুন: Group D Recruitment: তৃণমূল-বিজেপি বোঝাপড়াতেই তদন্তে ঢিলেমি সিবিআই-এর, দাবি সিপিএম নেতার


এ দিন নাম না করলেও, দিলীপের গ্রেফতারির দাবি জানান মমতা। তিনি বলেন, "অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে কারও দলিল পাওয়া গিয়েছিল। তখন তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ঠিকই করেছে। কিন্তু এ বার বিজেপি নেতার দলিল কেন এমন একটা প্রতারকের ঘরে পাওয়া গেল? এ ক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না?"


মমতা ও অভিষেকের মুখে উঠে এসেছে দিলীপের দলিল উদ্ধার প্রসঙ্গ


মঙ্গলবার ঠিক এই সুরই শোনা যায় অভিষেকের গলায়। তাঁর বক্তব্য ছিল, "পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?" এ নিয়ে তৃণমূল সুর চড়ালেও, বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, সিআইডি তদন্তে আপত্তি নেই তাঁর।