নয়াদিল্লি : আগামীকাল দিল্লিতে অমিত শাহের সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ উঠবে বৈঠকে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবনতির অভিযোগ জানাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) ।


পাশাপাশি ভূপতিনগর সহ রাজ্যে যে যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কেও অভিযোগ জানাবেন সুকান্ত। জানা যাচ্ছে, দলের সাংগঠনিক বিষয়েও অমিত শাহর (Amit Shah) পরামর্শ নিতে পারেন বঙ্গ বিজেপির সভাপতি। 


রাজ্যপালের কাছে অভিযোগ


সপ্তাহখানেক আগেই রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে সঙ্গে দেখা করে, ৬৩ পাতার একটি পুস্তিকা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, রাজ্যপালকে দেওয়া পুস্তিকায় ভোট-পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence) আর্থিক দুর্নীতি থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব তথ্য তুলে ধরেছেন তাঁরা। প্রসঙ্গত, জগদীপ ধনকড় এরাজ্যের রাজ্যপাল থাকাকালীন ভোট-হিংসা, আর্থিক দুর্নীতির মতো ইস্যুতে, প্রায়শই রাজভবনের দ্বারস্থ হতেন রাজ্য বিজেপির নেতারা। 


ডিসেম্বর-ডেডলাইন


ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে আলোচনার পরিবর্তে এখন বাঙালি মজেছে, ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে কোনও চমক দেখা যাবে কি না তা নিয়ে! কখনও শুভেন্দু অধিকারী কখনও দিলীপ ঘোষ, আবার কখনও সুকান্ত মজুমদার ! সবার মুখেই ঘুরে ফিরে সেই ডিসেম্বর হুঁশিয়ারি! শুক্রবার ব্যারাকপুর থেকেও কাঁপুনির ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি! কিন্তু সেই ডিসেম্বর এই ডিসেম্বর? না কি ২০২৪-এ চমক দেখাবে বিজেপি? তা নিয়েও জারি ধন্ধ ।


রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি পাল্টা খেলা হবে স্লোগানও তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার কয়েকদিন আগে এক জনসভায় বলেছেন,  'আপনারা, একপক্ষ মারছে। এটা চলবে না। খেলা এক পক্ষে হয় না। দু’পক্ষে খেলা হবে। খেলা যখন হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমি শুধু এটুকু বলছি।' পাশাপাশি তৃণমূলকে বিঁধে রাজ্য বিজেপির সভাপতি (BJP State President) বলেছেন, "যতক্ষণ প্রধানমন্ত্রী মোদি আছেন, ততক্ষণ কোনও চোর ছাড় পাবে না"। "টাইম আসছে গোটা তৃণমূল সরকার কাঁপবে। এই সরকারের আয়ু আর বেশিদিন নেই", বলে গত মাসে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুকান্ত মজুমদারও 


আরও পড়ুন- 'গোটা দুর্নীতির প্রক্রিয়াটি তাঁরাই চালিয়েছেন','ধেড়ে ইঁদুর' ট্যুইটের জন্য কুণালের নিন্দায় বিকাশ