পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের প্রকাশ্যে চলে এল বাঁকুড়ায় (Bankura News) বিজেপির কোন্দল। সিমলাপালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের (Subhas Sarkar) বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। বিক্ষোভ ঘিরে বিজেপির ২ গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
অন্তর্দ্বন্দ্ব?
বাঁকুড়া, শালতোড়ার পর এবার সিমলাপাল! ফের স্থানীয় বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল দলীয় কর্মীদের একাংশ। লোকসভা নির্বাচনের তার আগে বাঁকুড়ায় আরও তুঙ্গে উঠেছে বিজেপির দ্বন্দ্ব!! এদিন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে হাতাহাতি বেধে যায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে। পঞ্চায়েত ভোটে জেলা নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুভাষ সরকার ও জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের বিরুদ্ধে রবিবার সকালে লক্ষ্মীসাগর সেন্টার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপির এসসির মোর্চার প্রাক্তন সভাপতি সুপ্রভাত লোহার বলেন, 'বলতে লজ্জা উনি আমাদের সাংসদ। চামচা পুষে রাখেন। কয়লা চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত। উনি সৎ নন। নিজের পছন্দের লোকেদের দলের পদে বসাচ্ছেন। ওঁকে মন্ত্রিত্ব থেকে সরানো উচিত।' তালড্যাংরা, ৪ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি আলোকবিকাশ হোতার অবশ্য বক্তব্য, 'বাইরে থেকে মদ মাতালদের নিয়ে এসে এই কাণ্ড ঘটানো হয়েছে। দল বিরোধী কাজের জন্য যাদের দল থেকে বহিস্কার করা হয়েছে তারাই এই কাণ্ড ঘটিয়েছে।' আর এই ঘটনা সামনে আসতেই গেরুয়া শিবিরকে আক্রমণের সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। সিমলাপালের তৃণমূল ব্লক সভাপতি ফাল্গুনি সিংহ বাবুর কথায়, 'বিজেপির অন্দরে কোন্দল দীর্ঘদিনের। ওই দল জনসমর্থণ হারিয়েছে তাই নিজেরা মারামারি করে প্রাসঙ্গিক হয়ে থাকতে চাইছে। সাংসদকে এলাকায় দেখা যায়না। ফলে গোষ্ঠীদ্বন্দে জর্জিত ওই দল।' এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ফোনে পাওয়া যায়নি। সম্প্রতি সুভাষ সরকারকে পার্টি অফিসে তালাবন্দি করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, সাংসদ হয়েও দলের সাংগঠনিক বিষয়ে একনায়কতন্ত্র চালাচ্ছেন সুভাষ সরকার। পুলিশের হস্তক্ষেপে, পার্টি অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। একই অভিযোগে, শালতোড়ায় পার্টি অফিসের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
আরও পড়ুন:'দিল্লিতে যান আর যেখানেই যান, চুরির টাকা ফেরত দিতে হবে', চ্যালেঞ্জ শুভেন্দুর