কাঁথি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সম্পর্কে কুরুচিকর মন্তব্য। পরে সাফাই দিলেও ইতি পড়েনি বিতর্কে। সেই আবহেই এ বার  কাঁথিতে অখিল গিরির (Akhil Giri) বাড়ির কাছে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। স্থানীয় সূত্রে খবর, দিনভর বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি অখিলকে। কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে  না তাঁর সঙ্গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজও। বাঁকুড়ার খাতরায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। বাড়ি থেকে বেরোতেই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ আদিবাসীদের।


অখিলের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ, থানায় অভিযোগ


অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে এ দিন জ্যোৎস্নার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানা হয়। রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এ দিন প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। এই পরিস্থিতিতে দু’পক্ষকে সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।


এ দিকে, হুগলির চুঁচুড়া থানায় অখিলের অভিযোগ দায়ের করেছে বিজেপি। এ দিন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে চুঁচুড়া থানা পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মীরা। থানার গেট আটকে  বিক্ষোভ দেখান তাঁরা। এরপর কারা প্রতিমন্ত্রী অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 


আরও পড়ুন: Locket Chatterjee: দ্রৌপদী-মন্তব্যে কেন চুপ মমতা, অখিল কেন বরখাস্ত নয়, প্রশ্ন লকেটের


কারা প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে কৃষ্ণনগরের রাজ্য সড়কও অবরোধ করেন বিজেপি ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন । কৃষ্ণনগর-হাঁসখালি রাজ্য সড়কে প্রায় একঘণ্টা ধরে অবরোধ চলার পর পুলিশ এসে শেষে অবরোধকারীদের হটিয়ে দেয়। 


বাড়ির বাইরে পা রাখেননি অখিল, জানা গেল স্থানীয় সূত্রে


শুধু জেলাতেই নয়, বিক্ষোভের আঁচ পৌঁছেছে শহর কলকাতাতেও। অখিলের বিরুদ্ধে পাটুলি থানাতেও অভিযোগ দায়ের করেছে বিজেপি। মন্ত্রীকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 


বাংলা ছাড়িয়ে ক্ষোভ-বিক্ষোভের আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও। রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া-বীরভূম, রাজ্য জুড়ে থানায় থানায় দায়ের হয়েছে অভিযোগ। কলকাতা থেকে শুরু করেজেলায় জেলায় বিক্ষোভের ঝাঁঝ ক্রমশ বাড়ছে।