কলকাতা: বিজেপি কর্মীর চোখ নষ্ট, পুলিশের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের । 'আঘাতে চোখ নষ্টের মতো ঘটনা, তাও কীভাবে লঘু ধারা? বিজেপি কর্মীর উপর হামলা, পুলিশের ধারা নিয়েই প্রশ্ন হাইকোর্টের । 'এফআইআরে কেন থাকবে না রক্তপাতে গুরুতর আঘাতের ধারা?' ১১ জুলাইয়ের মধ্যে গুরুতর ধারায় এফআইআর করার নির্দেশ হাইকোর্টের। আক্রান্ত বিজেপি কর্মীকে সুরক্ষা দিতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের । পতাকা লাগাতে গিয়ে পটাশপুরে বিজেপি কর্মীর চোখে রডের আঘাত।
চোখ হারিয়েও শান্তিপূর্ণ ভোটের বার্তা বিজেপি কর্মীর
কিছুদিন আগেও শান্তিতে ভোট হওয়ার বার্তা দেন এই বিজেপি কর্মী। এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা দিলেন পটাশপুরের বিজেপি কর্মী। চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষ্কৃতীরা। ভোট হোক শান্তিতে, আবেদন জানান পটাশপুরের আক্রান্ত বিজেপি কর্মী। রবিবার পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী অলক ভুঁঁইয়া। রড নিয়ে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বিজেপি কর্মী। ফেটে গিয়েছে অপটিক্যাল গ্লোব, ডান চোখে আর দেখতে পারবেন না, জানিয়েছেন রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসকরা।
ভোট সন্ত্রাস কেড়েছে তাঁর ডান চোখ, কাছে জীবনের অনেকটাই এখন অন্ধকার...। কিন্তু, চোখের বদলে চোখ নয়, দোষীদের শাস্তি চান পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিজেপি কর্মী অলক ভুঁইয়া। বিবার পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী। রড নিয়ে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা মেডিক্য়াল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসকরা জানান, অলকের অপটিক্যাল গ্লোব ফেটে গিয়েছে। ডান চোখের আর কোনওদিনই দেখতে পাবেন না তিনি।
পরিবারের একমাত্র রোজগেরে। চাষবাস করেই চলে সংসার। মাত্র ১৭ দিন আগে বাবা হয়েছেন। সামান্য পতাকা লাগাতে গিয়ে এমন হবে, কখনও দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। রাজ্য়ে ১৯ দিনে ১১টি পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। আর, এক চোখ হারিয়েছেন বিজেপি কর্মী অলক।নিজের চরম ক্ষতির পরেও প্রতি হিংসা নয়। ভোটের বঙ্গে শান্তিতেই ভরসা রাখতে চাইছেন তিনি।
আরও পড়ুন: North 24 Parganas News: সীমান্তে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ ! BSF-র জালে এবার উঠে এল কী ?