সনৎ ঝা, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়, কলকাতা : গ্রেফতারির পর এক দিন পার। এখনও উপাচার্য পদে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। তাঁর পদত্যাগের দাবিতে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। সব মিলিয়ে সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) গ্রেফতারি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI গ্রেফতার করেছে সুবীরেশ ভট্টাচার্যকে। যিনি একদিকে SSC’র প্রাক্তন চেয়ারম্যান (SSC Former Chairman), অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এমনকী নির্মীয়মাণ হিলস ইউনিভার্সিটির উপাচার্য পদেও তাঁর নাম ঘোষণা করে রেখেছে রাজ্য সরকার। গ্রেফতার হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও উপাচার্য পদে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এই পরিস্থিতিতে তাঁর পদত্যাগের দাবিতে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা।


ভিডিওটি ট্যুইট সুকান্ত মজুমদারের-


এদিকে সোমবার উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারির দিনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দফতরের কিছু নথি পোড়ানো হয় বলে একটি ভিডিওটি ট্যুইট করেন সুকান্ত মজুমদার। এই ভিডিওটি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কী ? কীসের তথ্য গোপন করতে কী কী নথি জ্বালিয়ে ফেলা হল ? উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো, প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ঘটনার তদন্ত দাবি করছি। পাশাপাশি টুইটারে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল সরকারের হাতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এত লজ্জা বাঙালি রাখবে কোথায় ?' 



উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতরের কাজকর্ম দেখাশোনা করে একটি বেসরকারি সংস্থা। তার কর্মীর দাবি, এই কাগজপত্র পোড়ানোর সঙ্গে, উপাচার্যের গ্রেফতারির কোনও সম্পর্ক নেই। বেসরকারি সংস্থার কর্মী অনুপ জানা বলেন, নষ্ট কিছু কাগজপত্র, দৈনন্দিন যা ব্যবহার হয়, তাই পুড়িয়েছি। উপাচার্য গ্রেফতার হয়েছেন, জানতাম না।


তবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহকারি রেজিস্ট্রার কেউই এ’বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের দাবি, মাটিগাড়া থানার পুলিশ নথি পোড়ানোর বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এদিন, বিশ্ববিদ্যালয়ে আসেননি কোনও আধিকারিক। কার্যত শুনশান ছিল বিশ্ববিদ্যালয় চত্বর। 


আরও পড়ুন ; সুবীরেশ গ্রেফতার হতেই 'নথি' পোড়ানোর অভিযোগ, ভিডিও শেয়ার সুকান্ত-র