অরিন্দম সেন, আলিপুরদুয়ার
: ফুটবল খেলতে এসে আচমকা প্রাণ হারানো (bangladeshi footballer death), বাংলাদেশের ঢাকা সোনালি অতীত ক্লাবের হানিফ রশিদ ডাবলুর দেহ ময়নাতদন্ত (post mortem of footballer) হল আজ। তবে আজই বাংলাদেশ ফেরা হচ্ছে না তাঁর। আগামীকাল সকালে কফিনবন্দি হয়ে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে সড়ক পথেই দেহ ফিরবে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার জলপাইগুড়ি (jalpaiguri) জেলার গয়েরকাটা গ্রিনল্যান্ড ডুয়ার্স ভেটারেন্স ক্লাবের পরিচালনায় মেরিকো অ্যাগ্রো গোল্ড কাপ ভেটারেন্স ফুটবল টুর্নামেন্টে মালদা গোল্ডেন স্টারের বিরুদ্ধে খেলছিল ঢাকা সোনালি অতীত ক্লাব। খেলার সময় হঠাৎই মাঠে পড়ে যান ৫৬ বছরের হানিফ। তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পড়ে রইল বুট...
আমেরিকায় শ্যালকের কাছে ফুটবল বুট অর্ডার দিয়ে রেখেছিলেন, এমনই ভালোবাসা ছিল খেলাটার প্রতি। কিন্তু সেই বুট পরে আর মাঠে নামা হল না খেলা পাগল ৫৬ বছরের হানিফ রশিদের। এমন আচমকা চলে যাওয়ায় শোকার্ত সতীর্থরা। সান্ত্বনা শুধু একটাই। যে খেলার জন্য সব ভুলে থাকতে পারতেন, সেই খেলার মাঠে, ফুটবল জার্সি পরে থাকা অবস্থাতেই চলে গেলেন হানিফ। ঢাকার ফকিরপুল, মতিঝিলের বাসিন্দা হানিফ রশিদ বাংলাদেশের প্রথমসারির ক্লাব ফুটবলে খেলোয়াড় হিসেবে জনপ্রিয় ছিলেন বলে খবর। জেলা হাসপাতালে বাংলাদেশের খেলোয়াড়দের সহযোগিতায় ছুটে আসেন শাসক দলের এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং বিজেপির আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালও।


যা ঘটেছিল...
জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় গ্রিনল্যান্ড ডুয়ার্স ভেটারেন্স ক্লাবের পরিচালনায় মেরিকো অ্যাগ্রো গোল্ড কাপ ভেটারেন্স ফুটবল টুর্নামেন্টের ১২ দলের খেলা চলছিল। রবিবার টুর্নামেন্টের চতুর্থ খেলায় খেলছিল বাংলাদেশের ঢাকা সোনালি অতীত ক্লাব ও মালদা গোল্ডেন স্টার। খেলার প্রায় ১২ মিনিটের মাথায় হঠাৎই বাংলাদেশ দলের হানিফ মাঠে পড়ে যান। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর সঙ্গে সঙ্গেই তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে আনা হয়। কিন্তু, পথে ট্রেনের জন্য রেলের লেভেল ক্রসিং বন্ধ থাকায় হানিফকে কোলে তুলে লেভেল ক্রসিং পেরিয়ে টোটোতে নিয়ে যেতে গিয়ে কিছুটা সময় নষ্ট হয়েছে। রবিবার বীরপাড়া হাসপাতালের মর্গে দেহ রেখে আজ, সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ফুটবলারের ময়নাতদন্তের জন্য আনা হয়। তবে ময়নাতদন্ত সম্পন্ন হলেও কিছু টেকনিক্যাল কারণে আগামীকালই তা ফেরানো হবে।


আরও পড়ুন:'মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,' বার্তা মমতার