অভিজিৎ চৌধুরী, মালদা: ইন্ডিয়ান রক পাইথন (indian rock python) উদ্ধার ঘিরে হইচই মালদায় (giant snake found in malda)। সোমবার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায় ঘটনাটি ঘটে। সাপটি নিয়ে খেলা দেখাচ্ছিল এক সাপুড়ে (snake charmer)। তখনই উদ্ধার করা হয় ইন্ডিয়ান রক পাইথনকে।
কী ঘটেছিল?
অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা জানিয়েছেন, এক ব্যক্তি ওই সাপটি নিয়ে পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকায় খেলা দেখাচ্ছিলেন। সেখানে থেকে সাপটিকে উদ্ধার করতে পারলেও সাপুড়ে পালিয়ে যায়। পরে অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা সাপটিকে মালদা বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেন। বন দফতরের বিট অফিসার প্রদীপ গোস্বামী জানান, উদ্ধার হওয়ার সাপটি ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সাপটির স্বাস্থ্য পরীক্ষা করার পরই অনুকূল পরিবেশে ছাড়ার ব্যবস্থা করা হবে। তবে এর মধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। অতীতেও রাজ্যের নানা প্রান্ত থেকে ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছিল।
অতীতেও পাইথন ঘিরে হইচই...
সে বার জঙ্গল পেরিয়ে অনেক দূর চলে এসেছিল পাইথনটি। কিন্তু জালে আটকে পড়ে ছটফট করতে শুরু করে সে। কিন্তু জাল কেটে বেরনো তো দূর, বরং ইঁট, পাথরে ঘষা লেগে ক্ষতবিক্ষত অবস্থা হয়। শেষমেশ গ্রামবাসীরাই এসে প্রাণ বাঁচান দীর্ঘাকার অজগরের (Python)। সেবা-শুশ্রূষাও হয় তার। পরে অজগরটিকে নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। ওই অজগরটিও ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির বলে জানা যায় (Indian Rock Python)। গত বার ডুয়ার্সের ধূপগুড়ি (Dhupguri News) ব্লকের অন্তর্গত তেঁতুলতলা এলাকার ঘটনাটি ঘটেছিল। সকালে গ্রামের মধ্যে, একটি পচা ডোবার পাশে পড়ে থাকা জালে আটকে পড়া অবস্থায় অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। ঘুম থেকে উঠে দীর্ঘাকার অজগরটিকে দেখে কার্যত হুলহুল পড়ে গিয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, কত ক্ষণ ওই জালে অজগরটি আটকে ছিল, তা স্পষ্ট নয়। তবে দীর্ঘ ক্ষণ বলেই ধরছেন তাঁরা। কারণ তাঁদের দাবি, জালের মধ্যে আটকে পড়ে ছটফট করছিল অজগরটি। তাতে ইঁট-পাথরে ঘষা লেগে শরীরের নানা জায়গায় ক্ষতস্থান তৈরি হয়। বিষয়টি চাক্ষুষ করেই বন দফতরকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স সংগঠনের সদস্যদেরও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। কিন্তু তত ক্ষণে সাপটিকে জাল কেটে বার করে ফেলেছিলেন স্থানীয়রা।
আরও পড়ুন:হাসপাতালে ভর্তি শিজান খানের দিদি, 'আমাদের দোষ কী?' প্রশ্ন অভিনেতার মায়ের