কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: শক্তিগড়ের পর এবার জামুড়িয়া, ফের জাতীয় সড়কে খুন! জামুড়িয়ার বোগড়ায় জাতীয় সড়কের ধারে গাড়িতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। গাড়ির পাশে গুলির খোল, গুলি করেই খুন করা হয়েছে বলে সন্দেহ। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে রাস্তার ধারে স্করপিও গাড়ি। দীর্ঘক্ষণ ধরে স্করপিও গাড়ি দাঁড়িয়ে থাকায় সন্দেহ, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। নিহত রাজেন্দ্র কুমার সাউ পেশায় জমি ব্যবসায়ী। তাঁর রেশনের দোকান রয়েছে বলে প্রাথমিক ভাবে খবর। রানিগঞ্জ এলাকায় তিনি বিজেপি কর্মী বলেই পরিচিত। আততায়ী কারা? ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণে খুন? কারণ খতিয়ে দেখছে পুলিশ।
যা জানা গেল...
বিজেপি সূত্রে খবর, রানিগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডে দলের আহ্বায়ক হিসেবে পরিচিত ছিলেন রাজেন্দ্র কুমার সাউ। পাশাপাশি রেশন দোকানের ব্যবসাও রয়েছে তাঁর। আপাতত জানা গিয়েছে, জামুড়িয়ার বোগড়ায় ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি স্করপিও গাড়ি দীর্ঘক্ষণ ধরে পড়েছিল। কৌতূহলী জনগণ গাড়ির ভিতরে দেখতে গেলে নজরে আসে, রক্তাক্ত অবস্থায় একজন ছটফট করছেন। পুলিশকে খবর দেওয়া হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা অবশ্য় তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি যেখানে দাঁড়িয়েছিল, তার পাশেই একটি গুলির খোল পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, গুলি করেই খুন করা হয়েছে রাজেন্দ্র কুমার সাউকে। সম্ভবত বুকে গুলি করে তাঁর। এখনও পর্যন্ত ময়নাতদন্ত করা হয়নি। আসানসোল জেলা হাসপাতালেই রাজেন্দ্রকুমার সাউয়ের দেহ রাখা রয়েছে।
শক্তিগড়ে শুটআউট...
এপ্রিলের গোড়ায় শক্তিগড়ে শ্যুটআউটে খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা! ল্যাংচার দোকানের সামনে গুলি বৃষ্টিতে মারা যান কয়লা মাফিয়া। ২ নম্বর জাতীয় সড়কের ধারে পরপর ৬ রাউন্ড গুলি, একজনের মৃত্যু, আহত ১। ভিড়ে ঠাসা ল্যাংচার দোকানে দাঁড়িয়ে থাকা এসইউভি-তে এলোপাথাড়ি গুলি। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাজু ঝা, সঙ্গীর হাতে গুলি। হামলার পরে নীল রঙের গাড়িতে কলকাতার দিকে চম্পট দেয়। আততায়ীদের চাঞ্চল্যকরভাবে গাড়ির সূত্রে রাজু-র সঙ্গে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আবদুল লতিফের যোগাযোগের কথা সামনে আসে। প্রকাশ্যে এসেছে রাজু ঝা এর রাজনৈতিক যোগের বিষয়টিও! কিন্তু ঠিক কী কারণে, খুন হলেন দুর্গাপুরের দাপুটে বলে পরিচিত রাজু ঝা? নেপথ্যে কি ব্যবসায়িক বিবাদ না অন্য কিছু? সব দিক খতিয়ে দেখে পুলিশ।
আরও পড়ুন:ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?