ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর :  কাঁথিতে ( Contai ) অভিষেকের সভার আগে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার থেকে চাঞ্চল্য এলাকায়। প্রথমে শোনা গিয়েছিল ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ আরও ৩ কর্মী। কিন্তু  শনিবার বিস্ফোরণস্থল থেকে দেড় কিমি দূরে দেহ উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতির । 


উদ্ধার হওয়া দেহ ঝলসানো।  তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার সঙ্গে আরও একটি ঝলসানো দেহ মিলল আধ কিমি দূরে। শুক্রবার রাত ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নাড়ুয়া বিরলা গ্রাম। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে বলে  অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছে বিজেপি।

 বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই : TMC
অন্যদিকে ঘটনার শুরু থেকেই বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই বলে দাবি করে আসছে তৃণমূল। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কীভাবে বিস্ফোরণ তা নিশ্চিত হতে, এলাকায় ফরেনসিক টিম পাঠানো হচ্ছে। 


জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।


সভাস্থলের দেড় কিলোমিটার দূরে দুটি মৃতদেহ উদ্ধার


শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভাস্থলের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অভিযোগ, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়া বিরলা গ্রামে বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার ও দেড় কিলোমিটার দূরে দুটি মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, দুজনের মৃতদেহে ঝলসে যাওয়ার ক্ষতচিহ্ন মিলেছে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার মালিক রাজকুমার মান্না তৃণমূলের বুথ সভাপতি। পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল নেতার পাশাপাশি বিশ্বজিৎ গায়েন নামে আরও এক তৃণমূলকর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিরোধী দলনেতার খাসতালুকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের জনসভার আগে বিস্ফোরণ নিয়ে তৃণমূল-বিজেপি কাজিয়া তুঙ্গে। 


মানুষ বুঝতে পারছে ৫০০ টাকা নিয়ে কাদের ক্ষমতায় এনেছে : দিলীপ


ভগবানপুরের বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ। ঘটনার NIA তদন্ত চেয়ে সরব হয়েছে গেরুয়া শিবির।  ‘যেখানেই বিস্ফোরণ, সেখানেই তৃণমূল। ক্ষমতা ধরে রাখতে দুষ্কৃতীদের দলে ঢুকিয়েছে তৃণমূল। মানুষ বুঝতে পারছে ৫০০ টাকা নিয়ে কাদের ক্ষমতায় এনেছে’ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি  দিলীপ ঘোষের। পাল্টা আক্রমণ শাণিয়েছেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বিস্ফোরণের নেপথ্যে রয়েছে বিজেপির হাত। সেই সঙ্গে তাঁর দাবি রাজনৈতিক ভাবে লড়তে না পেরে পঞ্চায়েত ভোটের আগে এনআইএ তদন্তের কথা বলে তৃণমূলকে কাঠগরায় তুলতে চাইছে বিজেপি। 


আরও পড়ুন :


 সভা-যুদ্ধে অভিষেক শুভেন্দু, আলোচনায় ফিরছে 'তোর বাপকে গিয়ে বল' বনাম 'ভাইপো' আক্রমণ