ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম :  বীরভূমে ( Birbhum ) ঘরের মাঠে ফের বিরোধিতার মুখে পড়লেন অনুপম হাজরা। খয়রাশোলে মঞ্চ ভাঙচুরের পর বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় পড়ে অনুুপম-বিরোধী ( Anupam Hazra ) পোস্টার। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টার ছাপানো হয়েছে। দাবি করা হয়েছে, ‘সেটিংবাজ অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করা হোক’ । 


কী রয়েছে এই পোস্টারে


অনুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপির বর্তমান কেন্দ্রীয় সম্পাদকের পুরনো ছবি দিয়ে পোস্টার পড়েছে। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টারে অনুপম হাজরাকে 'সেটিংবাজ' বলে কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। 'চোর মুক্ত বিজেপি দরকার। তাই মৌচাকে ঢিল মেরেছি। যে যে জেলায় পোস্টার পড়বে, সেখানকার জেলা সভাপতিরা তৃণমূলের সঙ্গে যুক্ত' , পাল্টা আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন অনুপম। রাজ্য় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগেও সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্যদের নিশানা করেন তিনি। তখন, ২০১৯ সালে লোকসভা ভোটের সময়, আচমকাই বিজেপি থাকাকালীনই অনুপম হাজরার, তাঁর পুরনো দল তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হওয়া এবং মাছ-ভাত খাওয়ার প্রসঙ্গ টেনে আনেন শমীক ভট্টাচার্য। 


গত কয়েকদিন ধরেই ফের রাজ্য় বিজেপির অস্বস্তি বাড়িয়ে চলেছেন দলেরই কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের সুর সপ্তমে চড়িয়ে ফের দলের রাজ্য় নেতৃত্বকে নিশানা করেন তিনি!  তিনি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেন, ' আমার রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এলাকায়, নির্বাচনী ক্ষেত্রে একটু মন দিন। পরেরবার জিততে পারবেন কিনা সেটা দেখুন। ' 


এরপর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্তও। বলেন, ' বুথ সভাপতি হোক কিংবা বা যে কেউ, আমি হই না কেন, এমন যদি কোনও কাজ করি, যাতে তৃণমূলের সুবিধা হচ্ছে, বিজেপির ক্ষতি হচ্ছে, তাহলে বুঝতে হবে, ডাল মে কুছ কালা হ্য়ায়।'  


এই ঘটনায় স্বাভাবিকভাবেই সামনে এসেছে, লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত ডামাডোল! আর এ দেখেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যেতে পারেন অনুপম হাজরা? 


আরও পড়ুন : 


'কালীঘাটের কাকু'-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইডি-র চিঠির উত্তর দিল SSKM