ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: হাসপাতালের অপারেশন ঘরটি হল অত্যন্ত স্যানিটাইজ একটি ঘর। কিন্তু সেই ঘরেই এবার মিলল আস্ত একটি বিষধর সাপ।                                                                                                                                    


বোলপুর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হওয়া এই বিষধর সাপের ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে। বোলপুর মহকুমা হাসপাতালের দোতলায় অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হয়েছে বিষধর সাপটি। 


বুধবার সন্ধ্যায় মহাকুমা হাসপাতালে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী অপারেশন থিয়েটারে গিয়ে দেখেন একটি সাপ ঘোরাঘুরি করছে। তড়িঘড়ি হাসপাতালের কর্মীদের খবর দেওয়া হলে সাপটিকে ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। 


সেই ছবি ভাইরাল হতেই হাসপালে উত্তেজনা ছড়ায়। ডাক্তার চন্দ্রনাথ অধিকারীর অভিযোগ শুধু আজকে নয় হাসপাতালে বিভিন্ন জায়গায় সাপ দেখতে পাওয়া যায়। 


আরও পড়ুন, ভোট প্রচারে বেনজির কাণ্ড! স্থানীয় ব্যক্তিকে স্নান করিয়ে দিলেন বিজেপি প্রার্থী


এই নিয়ে বারবার হাসপাতালে সুপারকে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অপারেশন থিয়েটার এর মধ্যে অপারেশন চলাকালীন এই ঘটনা ঘটলে সে ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতেই পারত। 


এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে অস্বীকার করেন। এদিকে রোগীদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের চারিদিকে জঙ্গল। তা পরিষ্কার করা হয় না।


বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালের দোতলায় রয়েছে অপারেশন থিয়েটার। ওটি রুমের ফলস সিলিংয়ে বাসা বেধেছে ইঁদুর। খুব স্বাভাবিকভাবেই হাসপাতালের জলের পাইপ দিয়ে বিষধর সাপ উঠে পড়ছে দোতলায়। পৌঁছে যাচ্ছে অপারেশন থিয়েটারে। ধরে নেওয়া যাক, অপারেশন চলছে। সেই অবস্থায় যদি বিষধর সাপ উদ্ধার হয়। সেক্ষেত্রে কি হতে পারে! খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত আমরা।                        



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে