রাজীব চৌধুরী, সমীরণ পাল, মুর্শিদাবাদ: পরিত্যক্ত ICDS কেন্দ্রে বিস্ফোরণ ঘিরে হইচই মুর্শিদাবাদের (Murshidabad Blast) রঘুনাথগঞ্জে। উড়ে গেল অ্যাসবেসটসের ছাউনি। এই ঘটনায় একজনকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ (Interrogation)।


কী জানা গেল?
বিকট শব্দের পর ধুলো আর ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ! ধোঁয়াশা সরতে দেখা গেল, ভেঙে পড়েছে দেওয়াল। উড়ে গিয়েছে অ্যাসবেসটসের ছাউনি। রবিবার সকালে তীব্র শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের লক্ষ্মীজোলা গ্রাম। পরিত্যক্ত ICDS কেন্দ্র থেকে ধোঁয়া বেরোতে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, মজুত বোমায় বিস্ফোরণ ঘটেছে। কিন্তু সেই বোমা কে বা কারা কেন মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর আগে বার বার বিস্ফোরণে কেঁপে উঠেছে মুর্শিদাবাদ। ঝরেছে রক্ত। 


অতীতেও রক্তাক্ত...
গত ১০ মার্চ নওদায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। গত ৩ মার্চ মুর্শিদাবাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠ থেকে উদ্ধার হয় কয়েকটি সকেট বোমা। গত ৯ ফেব্রুয়ারি, মুর্শিদাবাদের ফারাক্কার জোরপুকুরিয়ায় পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় বালতি ভর্তি তাজা বোমা। এছাড়াও বোমার আঘাতে বার বার শিকার হয়েছে শৈশব। সেই মুর্শিদাবাদেই ফের বিস্ফোরণ। এর মধ্যে, পঞ্চায়েত ভোটপর্ব মেটার পর পরই, গত জুলাই মাসে, ফরাক্কার শিবতলা গ্রাম থেকে ৩০টি তাজা বোমার হদিশ মেলে। জানা যায়, একটি নির্মীয়মাণ বাড়ির ঘরে বাঙ্কের মধ্যে বালতির ভিতর অন্তত ২৫টি বোমা রাখা ছিল। আর ওই বাড়ির ঠিক পাশের জঙ্গল থেকে একটি ব্যাগের থেকে ৫টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির মশলা ও সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। ফাঁকা বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল কিনা, খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ঘটনাচক্রে, এর ঠিক আগেই, ফরাক্কার মহেশপুরের সাঁকোপাড়া গ্রামে আমবাগানের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল বলে খবর পেয়েছিল পুলিশ। সেখান থেকেও উদ্ধার হয় ৮-১০টি বোমা। গ্রেফতার করা হয় ৩ জনকে। পর পর দু-দু'টি ঘটনায় বোমা উদ্ধারের পর ফের উঠে আসছে এক প্রশ্ন, ভোট মিটলেও বারুদের স্তূপ থেকে মুক্তি নেই রাজ্যের? এই ঘটনার দিনদুয়েক আগেই বোমা উদ্ধার হয়েছিল মালদায়। সে বার বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রামে লিচু বাগানের মধ্যে রাখা ছিল বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জারিকেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করেছিল বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি, হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের পিছনে ধান খেতের মধ্য়ে মেলে বোমা। তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের অনুমান। বস্তুত, ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকে জেলায় জেলায় বোমা উদ্ধারের পালা শুরু হয়। 


আরও পড়ুন:২৩ অগাস্ট থেকে বন্ধ থাকবে অমরনাথ যাত্রা, ঘোষণা সরকারের