ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) জেলা সফরের আগের দিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর (Bomb recovered in Bhupatinagar East Midnapore ) থেকে হাত বোমা উদ্ধার। বাজেয়াপ্ত বোমা তৈরির মশলা ও প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা।


ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মানিকজোড় গ্রামে মাঠ থেকে উদ্ধার হয়েছে বস্তা বোঝাই প্রায় ১৭ কেজি বিস্ফোরক। অগ্নি নির্বাপণ যন্ত্রও উদ্ধার করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বোমা ও বোমা তৈরির মশলা মজুত করার নেপথ্যে কাদের হাত রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার হয়েছিল।  ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে। জনবহুল এলাকায় কে বা কারা বোমা রেখে গেল, তা নিয়ে তদন্তে নামে বাসন্তী থানার পুলিশ।


 বোমাবাজি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারের দিনহাটায়। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ শাসকদলের নেতারাই। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবির। লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়েছিল কোচবিহার। এবার দিনহাটায় তৃণমূল প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত দিনহাটার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মনের গাড়ি। তৃণমূল নেতার অভিযোগ,  তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার পর থেকেই আতঙ্কে তৃণমূল নেতা ও তাঁর পরিবার। এমনকি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব খোদ শাসকনেতাই।


আরও পড়ুন, 'চিকিৎসার গাফিলতিতে' রেলের টিকিট চেকারের মৃত্যু, ভাঙচুর আসানসোলের নার্সিংহোমে


সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও প্রধান অভিজিৎ বর্মন বলেছিলেন, আনুমানিক রাত সোয়া বারোটার দিকে একটা বিকট শব্দ হয়। দেখি যে আমার গাড়ির নীচে কোনও দুষ্কৃতীরা বা কেউ বোমা মেরেছিল। চারিদিকে ধোয়া ধোয়া। আমরা যাঁরা প্রশাসনিক দায়িত্বে আছি, আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না। বিরোধীরা তো অবশ্যই দায়ি। পুলিশের ভূমিকা নিয়ে কী বলব? বলতে গেলেও খারাপ লাগে। উদাসীন। বিজেপি জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, ভিডিওতেই দেখলাম। গাড়ির উপর দিকটাতে ছোট ছোট দুটো ফুটো। আবার ম্যাটের নীচে আবার আরেকটি ফুটো। ম্যাটের কিছু হয়নি। যদি গাড়ির মধ্যে বাইরের থেকে যদি বোমা ফেটে থাকে, তাহলে তো এরকম হওয়ার কথা নয়। ওই ঘটনায়  পথ অবরোধও করেছিল তৃণমূল।