শিবাশিস মৌলিক,কলকাতা:লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে তৎপর বিজেপি (BJP)। বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য সোমবার দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। 


লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।সারা দেশে ১৯৫ জন ও বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগে দুই জেলায় সভা করেছেন নরেন্দ্র মোদী। ৬ মার্চ বারাসতে তৃতীয় সভাটি করবেন তিনি। ৬ মার্চ বারাসতের কাছারি ময়দানে (Barasat) সভা করবেন প্রধানমন্ত্রীর (PM Modi)। ৫ তারিখ কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি।


বিজেপির মহিলা মোর্চার শক্তিবন্দন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদী ভাষণ দেশের ৪ হাজার ১০০ জায়গায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি।৯ মার্চ প্রধানমন্ত্রী চতুর্থ সভা করতে পারেন শিলিগুড়িতে। ৯ মার্চ বিকেল ৫ টায় শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিছু সরকারি কাজ রয়েছে প্রধানমন্ত্রীর।সরকারি কাজের পরে সভা করতে পারেন তিনি।


অন্যদিকে বিজেপি সূত্রে খবর,  বাংলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তৈরি করার জন্য দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। রবিবার বালুরঘাট যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের।সেই কর্মসূচি বাতিল করে সোমবার দুপুরে দিল্লি পৌঁছবেন বিজেপির রাজ্য সভাপতি। সোমবার সন্ধেবেলা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। সূত্রের খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে মতামত নেওয়া হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবারের বৈঠকে ভর্চুয়ালি উপস্থিত থাকবেন তিনি। 


আরও পড়ুন, আচমকা অবসরের সিদ্ধান্ত, ভোটের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়


লোকসভা ভোটে অন্যান্য রাজনৈতিক দলগুলির আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। এই তালিকায় প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। তৃতীয় বারের জন্য বারাণসী কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার গুজরাতের গাঁধীনগর থেকেই দাঁড়াচ্ছেন। মোটি ৩৪ জন মন্ত্রীর নাম ঠাঁই পেয়েছে প্রার্থী তালিকায়। রয়েছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। এছাড়া ২৮ জন মহিলা। ওবিসি সম্প্রদায় থেকে ৫০ ও ৫৭ বছরের নীচে ৪৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ১৯৫ জন প্রার্থীর মধ্যে অধিকাংশই রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। ৫১ জন উত্তরপ্রদেশের, ২০ জন পশ্চিমবঙ্গের এবং দিল্লির পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।