বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: শহর যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সম্পাদিকা ( Ex Youth TMC Secretary) প্রিয়াঙ্কা শী-র বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোমা (bomb) ফেলার অভিযোগে হইচই খড়গপুর (kharagpur) শহরের নিউ ডেভলপমেন্ট পাঁচপীর এলাকায়।


কী ঘটেছিল?
পশ্চিম মেদিনীপুর জেলার নিউ ডেভেলপমেন্ট পাঁচপীর এলাকায় রেলের কোয়ার্টারে থাকেন তৃণমূল কর্মী প্রিয়াঙ্কার পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ২টা নাগাদ কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বোমা ফেলে গিয়েছে তাঁর বাড়িতে। বাড়ির দেওয়ালে বোমা লেগে দেওয়ালে গর্তও তৈরি হয়েছে। বোমের সুতলি দড়িগুলো এখনও মাটিতে পড়ে বলে দাবি। বৃহস্পতিবার রাতেই পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। গত কাল প্রিয়াঙ্কা খড়গপুর টাউন থানায় অভিযোগ জানিয়েছেন। প্রিয়াঙ্কার কথায়, 'আমি বাইরে বেরিয়ে দেখি ধোঁয়া ভর্তি। কেউ আমার বাড়িতে উদ্দেশ্য করে বোমা ফেলেছে। সেই বোমার ছিন্নবিচ্ছিন্ন অংশ পড়ে রয়েছে। বোমা যদি বাড়িতে ঢুকতো তা হলে আমাদের পরিবারের কেউ বাঁচতো না। কিন্তু কে বা কারা করেছে বলতে পারবে না। তা পুলিশ দেখবে।' তাঁর দাবি, দুটো বোমা ছোড়া হয়। একটা বোমা ফেটেছে এবং একটা বোমা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁকে টার্গেট করে তাঁর পরিবারকে ভয় দেখানোর জন্য কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে। তাঁর প্রতিবাদ স্তব্ধ করে দিতেই এই ঘটনা। প্রিয়াঙ্কার দাবি, 'যাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি তারাই ঘটনা ঘটিয়েছে। আমার নিজের দলেরও হতে পারে এবং অন্য দলেরও হতে পারে। কার মনে কী আছে বলতে পারব না। আজ আমাদের পরিবার সবাই ভীত।'


হুগলিতে আক্রান্ত বিজেপি নেতা...
পঞ্চায়েত ভোটের আগে, শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গত কাল মাঝরাতে সিমলা মণ্ডলপাড়ায় বিজেপির এসটি-এসটি মোর্চার মণ্ডল সভাপতি প্রবীর বৈদ্যর বাড়িতে আগুন লাগে। ঘরের আসবাবপত্র পুড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান বিজেপি নেতা ও তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতেই আগুন লাগানো হয়। হামলা-যোগ অস্বীকার করেছে শাসক শিবির। 
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। গত ১৩ বছর ধরে একটি জমি নিয়ে মামলা চলছিল।  সেই কারণেই তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা এই কাণ্ড ঘটিয়েছে। এবং  কাজে স্থানীয় পঞ্চায়েত প্রধানের সাহায্য নেওয়া হয়েছে বলে অভিযোগ। গত রাতে হঠাতই কুকুরের ডাকে ঘুম ভেঙে যায় বাড়িটির বাসিন্দাদের। তখনই আগুন নজরে আসে। তবে এই ঘটনার আগেই বাড়ির বাগানে কেউ কেউ হাঁটাচলা করছিল বলে নজরে এসেছিল, অভিযোগ বাসিন্দাদের। রাতে দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পর দিন সকালে শ্রীরামপুর থানার পুলিশ পৌঁছয় সেখানে। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা যুক্তি, হালে তৃণমূল থেকে বিজেপি গিয়েছেন এমন কোনও নব্যবিজেপির ক্ষেত্রেই এমন হামলা চলে থাকতে পারে। তদন্ত করছে শ্রীরামপুর থানার পুলিশ।


আরও পড়ুন:মমতা অমিতের একান্ত বৈঠক ২০ মিনিট, নজরে কি এজেন্সির অতিসক্রিয়তা ?