সমীরণ পাল, বনগাঁ: বনগাঁর একাধিক বাড়িতে পৌঁছল আধার কার্ড বাতিলের চিঠি। যার ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত প্রায় ৩০টি পরিবার। অবিলম্বে আধার কার্ড চালুর দাবিতে সরব হয়েছেন তাঁরা।


আধার কার্ড বাতিলের চিঠি: রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিনে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ার পর এবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় আধার বাতিলের চিঠি। বনগাঁ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩ টি পরিবারের কাছে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে। যাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, আধার কার্ড বাতিলের ফলে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। রেশন বন্ধ হয়ে গিয়েছে। গ্যাস তুলতে পারছেন না এবং বন্ধ হয়ে গিয়েছে সমস্ত রকম সরকারি পরিষেবা। তাঁরা চাইছেন অবিলম্বে তাদের আধার কার্ড চালু করা হোক।


জামালপুর, দুর্গাপুর, কৃষ্ণগঞ্জ, নাকাশিপাড়ায় বাড়ি বাড়ি আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসেছে। যাতে অথৈ জলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপর ব্যাঙ্ক বা রেশন সংক্রান্ত সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। একই ছবি এবার বনগাঁতেও। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বনগাঁ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত। তিনি বলেন, "এই ওয়ার্ড মতুয়া অধ্যুষিত। প্রায় ৯০% মানুষ মতুয়া সম্প্রদায়ের। কয়েকদিন ধরে এলাকার মানুষ জানাচ্ছেন তাঁদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। কেন্দ্র সরকার ঘুরিয়ে এনআরসি চালু করছে।''


আর এই আধার কার্ড বাতিল নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এমনকী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন তিনি। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান।’’ আধার কার্ড (Aadhar Card Cancel) বাতিল ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: HS 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা পর্বে শব্দবাজির তাণ্ডব, প্রতিবাদ করায় মারধর নিউটাউনে