কলকাতা: বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের। চলতি আর্থিক বছরে ৫৩০০ থেকে বেড়ে বোনাস ৬ হাজার। সিভিক ভলান্টিয়ার ছাড়াও এই বোনাস বৃদ্ধির সুবিধে পাবেন ভিলেজ পুলিশরাও।
২১ অগাস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানেই বলা হয়েছে, রাজ্য অর্থ দফতর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস হচ্ছে ৬০০০ টাকা।
এর আগে ২০২২-২৩ সালে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করা হয়েছিল। সেই বোনাসের অর্থমূল্য ছিল ৫৩০০ টাকা। অর্থাৎ ২০২৩-২৪ সালে ৭০০ টাকা করে বৃদ্ধি করে সেই অ্যাড-হক বোনাস করা হল ৬০০০ টাকা। বছরে একবারের জন্য এই বোনাস দেওয়া হয়।
সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যখন রাজ্যে একাধিক অভিযোগ উঠেছে। আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে একজন সিভিক ভলান্টিয়ারেরই। এরপরে সিভিক ভলান্টিয়ার নিয়োগ ও পরিচালনা নিয়ে একাধিক নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। সেই আবহেই পুজোর আগে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য অ্যাড-হক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হল।
এর আগে লোকসভা ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। বেতন বাড়ানো হয়েছিল সাড়ে ৭০০ টাকা। সহযোগীদের বেতন বাড়ানো হয়েছিল ৫০০ টাকা। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সন্ন্যাসে'না', জোটের জায়গা রেখে নতুন দল চম্পাই সোরেনের, ঝাড়খণ্ডে নয়া সমীকরণ?