বউবাজার : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বউবাজারে মেট্রো বিপর্যয়ে (Bowbazar Metro Disaster) ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্যের জন্য আজ থেকে গোয়েঙ্কা কলেজে (Goenka College) খোলা হচ্ছে ক্যাম্প (Camp)। সেখানে থাকবেন পুলিশ, পুরসভা ও KMRCL-এর প্রতিনিধিরা। ক্যাম্পে এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ক্ষতিগ্রস্তরা।


প্রশাসন জানিয়েছে, বিপর্যয়ের জেরে বউবাজারের মদন দত্ত লেনের ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভুক্তভোগী ২৮টি পরিবারের ১৮০ জন সদস্য। তাঁদের বিভিন্ন হোটেলে স্থানান্তরিত করা হয়েছে।


অন্যদিকে, সুড়ঙ্গে জলস্রোত থামার পর, মাটির নীচে ও ওপরে গ্রাউটিংয়ের মাধ্যমে মাটিকে শক্ত করার কাজ চলছে।


বউবাজারে মেট্রোর কাজে বিপত্তির ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বৈঠকের পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র-সহ অন্য আধিকারিকরা। পরে মেয়র ঘোষণা করেন, ক্ষতিগ্রস্তদের জন্য আজ, রবিবার থেকে ক্যাম্প চালু হবে গোয়েঙ্কা কলেজে। পাশাপাশি কেএমআরসিএল, ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবে বলেও জানান মেয়র।


বউবাজারের মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর দোরের অবস্থা খতিয়ে দেখার পরে, পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ক্যাম্পের ব্যবস্থার আশ্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এখানে ক্যাম্প সেট আপ করা হবে, কার কী অসুবিধা হচ্ছে, কাউন্সিলরা, আমরা সবাই মিলে দেখব। রবিবার থেকেই গোয়েঙ্কা কলেজে ক্যাম্প চালু হবে। সিপি, ওসিরা থাকবেন।


বউবাজারে মেট্রোর কাজে বারবার বিপত্তি। তা নিয়েই  নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব মেয়র ও কলকাতার পুলিশ কমিশনার। এছাড়াও, পুরসভার কমিশনার, কেএমআরসিএলের প্রতিনিধি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও ছিলেন সেই বৈঠকে। সূত্রের খবর, বারবার বিপদ নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।


তিনি বলেন, বারবার একই ঘটনা ঘটছে। তাহলে মেট্রো চালু হওয়ার পরে কী হবে ? এরকম যে ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না, তার নিশ্চয়তা কোথায়। অবিলম্বে এই সমস্যার আশু সমাধান করতে হবে। সবাই মিলে এলাকায় যান। টেকনিক্যাল বিষয়গুলি খতিয়ে দেখে সমাধান করুন।


এরপর সন্ধেয় বউবাজারের মদন দত্ত লেন পরিদর্শন করেন মুখ্যসচিব, মেয়ররা।


এদিকে, শুক্রবার ইস্টওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে জলপ্রপাতের মতো যে স্রোত, মাটি ধুয়ে নিয়ে চলে যাচ্ছিল, রাতভর চেষ্টার পর সেই জলধারা বন্ধ করতে পেরেছেন ইঞ্জিনিয়াররা।


আরও পড়ুন ; বউবাজারে ফের বিপদের আশঙ্কা! এক কাপড়ে বাড়ি ছাড়তে হতে পারে আরও অনেক পরিবারকে!