কলকাতা : ‘গরম পড়েছে, স্নান করতে এসেছিলেন’ বিজেপির (BJP) বিকাশ ভবন অভিযানে (Bikash Bhavan Rally) পুলিশের (Police) জলকামান (Water cannon) দাগা প্রসঙ্গে কটাক্ষ ব্রাত্য বসুর (Bratya Basu)। রাজ্যের শিক্ষামন্ত্রীর খোঁচা, ‘ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত লোকেরা আন্দোলন করছে।' পাশাপাশি ব্রাত্য বসুর সংযোজন, 'খুব শীঘ্রই শিক্ষায় নিয়োগ করা হবে। রাজনৈতিক রঙ নয় শুধু মেধা ও স্বচ্ছতা দেখে নিয়োগ হবে।’ কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল। সেখানেই ধুন্ধুমার বাঁধে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের দফায়-দফায় ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙেন। যারপর জলকামান চালায় পুলিশ।


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য


বিজেপির যুব মোর্চার মিছিল ঘিরে তুলকালাম বাঁধলেও গেরুয়া শিবিরের নেতাদের খোঁচা দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন ‘আদালতের সঙ্গে সহযোগিতা করছে রাজ্য। সরকারের তরফে বলা হচ্ছে দোষীরা শাস্তি পেলে পাবে। দফতরের অধীন কিন্তু এসএসসি স্বশাসিত সংস্থা। আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে গেছেন, তাঁদের কেউ কেউ যুক্ত আছেন কিনা, সেটা দেখা হোক।’


পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি-জলকামান


কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা হাজির ছিলেন। মিছিল এগোতে এগোতে বিকাশ ভবনের কাছে এসে শেষ ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের পক্ষ থেকে জলকামান ছোড়া হয়। পুলিশের সঙ্গে গেরুয়া শিবিরের সমর্থকদের দফায়-দফায় ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি হয়। বিজেপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, তাদের ওপর লাঠিচার্জও করেছে পুলিশ। পুরুষ পুলিশ দিয়ে মহিলা কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও যে অভিযোগের সত্যতা মানতে চায়নি পুলিশ।


আরও পড়ুন- তীব্র গরমে ক্লাসের সময় বদল, প্রয়োজনে এগোবে গরমের ছুটিও, জানালেন শিক্ষামন্ত্রী