ব্যারাকপুর : ভরসন্ধেয় শুটআউটের ঘটনায় এখনও তপ্ত ব্যারাকপুর (Barrackpore)। এর মাঝেই ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা অর্জুন সিংহের (Arjun Singh)। ‘ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে, আমার নিরাপত্তা তুলে নিক পুলিশ, ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক’, দাবি ব্যারাকপুরের সাংসদ (MP) অর্জুন সিংহের।
ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেতা অর্জুন সিংহের। ব্যারাকপুরের সাংসদের অভিযোগ, জেল থেকে ফোন করে তোলাবাজি করা হচ্ছে। আগে ব্যারাকপুরে তোলাবাজি না থাকলেও ইদানিং তা বেড়ে গিয়েছে। অর্জুনের দাবি, পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়ে ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক। ব্যারাকপুরের সাংসদকে পাল্টা জবাব দিয়েছেন সৌগত রায় (Sougata Roy)। ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে না ভেবে উন্নয়ন নিয়ে ভাবুন অর্জুন সিংহ। খতিয়ে দেখুন কেন জুটমিলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আক্রমণ শানান সৌগত রায়।
এদিকে, ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার হয়েছে ২ জন। রহড়া থেকে গ্রেফতার সফি খান। আর বীরভূমের মুরারই থেকে গ্রেফতার জামশেদ আনসারি। আগে ৩ জনকে আটক করে পুলিশ, তাঁদের মধ্যে থেকে ১ জন গ্রেফতার। পরে গ্রেফতার করা হয় আরও ১ জনকে। ‘কী কারণে খুন এখনও জানা যায়নি, তদন্ত চলছে, ধৃত ২ জন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত’, খুনে ব্যবহৃত মোটরবাইক বাজেয়াপ্ত, জানালেন ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য।
ক'দিন আগেই ভরসন্ধেয়, ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা ওল্ড ক্যালকাটা রোডের উপর আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। অভিযোগ, ডাকাতিতে বাধা পেয়ে পর পর গুলি চালাল দুষ্কৃতীরা। মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহর। মাসছয়েক আগেই বিয়ে হয়েছিল তরতাজা যে যুবকের। শুটআউটের পর থেকে ব্যারাকপুর ছিল উত্তপ্ত। ভরসন্ধেয় স্টেশনের পাশে যে ঘটনা ঘিরে শুরু হয় প্রবল রাজনৈতিক তরজাও।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অভিষেক ! তবে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ
যে ঘটনার পরের দিনই নিহতের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। পুলিশের তদন্ত নিয়ে আস্থা রাখার পর এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। ব্যারাকপুর এলাকায় ক্রাইমের সংখ্যা বেড়ে যাওয়ার কথা জানিয়ে প্রয়োজনে তাঁর নিরাপত্তা তুলে নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বার্তাই দিলেন ব্যারাকপুরের সাংসদ। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !