শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের শীতলকুচিতে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু। রাজাবাড়ি বর্ডার আউটপোস্টে কর্মরত অবস্থায় রহস্যমৃত্যু হয় ১৫৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানের। (BSF Jawan Death)
নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন, খবর পুলিশ সূত্রে। নিহত বিএসএফ জওয়ানের নাম এন এন স্বামী। তিনি কর্নাটকের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। কী কারণে এমন ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। (police)
নতুন নয়...
এই ধরনের ঘটনা নতুন নয়। গত বছর জানুয়ারি মাসে খানিকটা একই রকম ঘটনার কথা শোনা যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ধুকুরঝারি সীমান্তচৌকি এলাকায়। সে বার মারা গিয়েছিলেন বিএসএফ জওয়ান নিশীথ কুমার দেহারী। বয়স ৩২ বছর। ছত্তিশগড়ের বাসিন্দা বিএসএফ-এর ১৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান নিশীথ কুমার দেহারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা যায়, ঘটনার আগের দিন উত্তর দিনাজপুর জেলায় অনন্তপুর গ্রামপঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত প্রহরায় কর্তব্যরত ছিলেন ১৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান নিশীথ কুমার দেহারী। পর দিন ভোররাতে গুলির শব্দ শুনতে পান অন্যান্য বিএসএফ জওয়ানেরা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান। বর্ডারে বিএসএফ জওয়ান নিশীথ কুমার দেহারীর দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় ১৭৫ নম্বর সীমান্তচৌকিতে। বিএসএফ সূত্রে দাবি, নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন বিএসএফ জওয়ান নিশীথ কুমার দেহারী।
সেই ঘটনার আগে, ২০২১ সালের নভেম্বর মাসে সিআরপিএফের ছত্তিশগড়ের সুখমায়, ৫০ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত রাজীব মণ্ডলের মৃত্যু হয়। ৩২ বছর বয়সি রাজীবের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। জানা যায়, ২০১০ সালে সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন রাজীব। প্রথম পোস্টিংই ছিল কাশ্মীরে। যে কাশ্মীরে সিআরপিএফ-জঙ্গি লড়াই লেগেই থাকত। কিন্তু প্রাণে বেঁচেছিলেন তিনি সেখানে। গুলিতে সহকর্মীর প্রাণ হারানোর ঘটনায় হতবাক সতীর্থরাও। একই ঘটনায় জখম হন আরও ৩ জন জওয়ান। জানা যা্য়, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ক্যাম্পে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। রাজ্যের বস্তার অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছিলেন, জেলার লিঙ্গমপল্লি গ্রামে সিআরপিএফের ৫০ তম ব্যাটেলিয়নের শিবিরে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। তিনি জানিয়েছিলেন, এই ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হন আরও তিন জন। মৃত ৪ জওয়ানের মধ্যেই একজন হলেন রাজীব মণ্ডল।
আরও পড়ুন:জি২০ সম্মেলনের সাফল্য কামনায় গোয়ালিয়র ঘাটে গঙ্গাপুজো রাজ্যপালের